কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতা কিম কিয়ে কুয়ান ২১ জুলাই পেইচিং ত্যাগের আগে বলেছেন, উত্তর কোরিয়ার লাইট ওয়াটার রি-অ্যাক্টর দরকার।
আগের ছ'পক্ষীয় বৈঠকে উত্তর কোরিয়া লাইট ওয়াটার রি-অ্যাক্টর গড়ে তোলার কথা উত্থাপন করেছে। যাতে তার জ্বালানি সম্পদের-অভাবের সমস্যা মোকাবেলা করা যায়।
তিন দিনব্যাপী নেতৃবৃন্দের সম্মেলনে কিম কিয়ে কুয়ান বলেছেন, সম্মেলনে প্রাথমিক পর্যায়ের কর্মসূচী বাস্তবায়নের পরিস্থিতি এবং পরবর্তী বৈঠক নিয়ে গভীর আলোচনা করা হয়েছে। বৈঠকের পরিবেশ ছিল বাস্তব ও গঠনমূলক। বৈঠকে ভালো সাফল্য অর্জিত হয়েছে।
|