|
 |
(GMT+08:00)
2007-07-21 17:14:08
|
 |
পাশ্চাত্য দেশগুলো নিরাপত্তা পরিষদের কসোভো সমস্যার খসড়া প্রস্তাবের নিয়ে ভোটাভুটির আয়োজন করবে না
cri
২০ জুলাই জাতিসংঘে ফরাসী স্থায়ী প্রতিনিধি জীন মার্ক দ্যা লা সাবলিয়ার ঘোষণা করেছেন যে, নিরাপত্তা পরিষদ কসোভো সমস্যার সর্বশেষ খসড়া প্রস্তাব নিয়ে একমত হতে সক্ষম না হওয়ায় প্রস্তাব দাখিলকারী দেশগুলো নিরাপত্তা পরিষদে এ খসড়া নিয়ে ভোটাভুটির আয়োজন করবে না । তিনি খসড়া প্রস্তাব দাখিলকারী দেশগুলোর পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের খসড়া নিয়ে একমত না হওয়ার কারণে পরিতাপ প্রকাশ করেছেন । তিনি বলেছেন, সংশ্লিষ্ট দেশগুলো কসোভো বিষয়ক জাতির আন্তর্জাতিক যোগাযোগ গ্রুপের মাধ্যমে সার্বিয়া ও কোসোভ'র আলবেনীয় জাতির মধ্যে আলোচনার সময়সীমা ত্বরান্বিত করবে । কিন্তু দু'পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর না হলে, সংশ্লিষ্ট দেশগুলো জাতিসংঘের বিশেষ দূত মার্ত্তি আহটিসারির উত্থাপিত প্রস্তাবকে সমর্থন করবে । জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভিটালি ছুর্কিন বলেছেন, রাশিয়া সক্রিয়ভাবে আন্তর্জাতিক যোগাযোগ গ্রুপের কার্যক্রমে অংশ নিয়ে সার্বিয়া ও কসোভো'র আলবেনীয় জাতির আলোচনা ত্বরান্বিত করবে । সার্বিয়ার প্রধানমন্ত্রী ভজিস্লাভ কোস্তুনিকা ২০ জুলাই এক বিবৃতিতে বলেছেন, নতুন খসড়া প্রস্তাব নিয়ে নিরাপত্তা পরিষদের ভোটদান না করা হল সার্বিয়ার নিজেদের ভূভাগের অখন্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষা করার ক্ষেত্রে একটি বড় বিজয় । (ছাও ইয়ান হুয়া)
|
|
|