v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-20 19:01:09    
ফ্রান্সে প্রধানমন্ত্রী ফ্রান্কইস ফিল্লন

cri

    ফ্রান্কইস ফিল্লন ১৯৫৪ সালের মার্চ মাসে পশ্চিম ফ্রান্সের লেমান্সে জন্মগ্রহণ করেন। তিনি ক্ষমতাসীন পার্টি ইউনিয়ন পুর উন মুভমেন্ট পপিউলাইরের একজন সদস্য। তিই গণ আইন ও রাজনীতিবাদের ডক্টর ডিগ্রী লাভ করেন। ১৯৮১ সালে তিনি প্রথমে সংসদের সদস্য নির্বাচিত হন। তখন তিনি সংসদের সবচেয়ে নবীন সদস্য।

    ১৯৯৩ সালের মার্চ মাসে ফিল্লোন ফ্রান্স সরকারে শিক্ষা ও গবেষণা মন্ত্রীর দায়িত্ব পালন শুরু করেন। ১৯৯৫ সালের মে মাসে তিনি তথ্য প্রযুক্তি ও টেলেকমিউনিকেশন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালের নভেম্বর মাস থেকে ১৯৯৭ সালের জুন মাস পর্যন্ত তিনি শিল্প, পোস্ট সার্ভাইস ও টেলিযোগাযোগ আর মহাকাশ মন্ত্রী পর্যায়ের প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

    ২০০২ সালের মে মাসে তিনি ফ্রান্সের সামাজিক বিষয়, শ্রমিক ও পারস্পরিক সাহায্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ফ্রান্সের অবসর নেয়ার ব্যবস্থার সংস্কারের চেষ্টা করেন। এ সংস্কার 'ফিল্লোন সংস্কার' নাম ডাকা হয়। ২০০৪ সালের মার্চ মাস থেকে ২০০৫ সালের জুন মাস পর্যন্ত তিনি গণ শিক্ষা, উচ্চ পর্যায়ের শিক্ষা ও গবেষণা মন্ত্রী ছিলেন। এ সময় তিনি ফ্রান্সের শিক্ষা নীতির সংস্কার করেন।

    ২০০৫ সালের মে মাসের শেষ দিকে 'ই ইউ সংবিধান চুক্তি' ফ্রান্সের সাধারণ গণভোটে নাকট করা হয়। সার্বেক প্রধানমন্ত্রী জীন পিয়ের-রাফারাইন পদ ত্যাগ করেন এবং ফিল্লোন মন্ত্রীসভার ত্যাগ করেন। এরপর তিনি নিকোলা সার্কোজির রাজনৈতিক উপদেষ্টের দায়িত্ব পালন করেন এবং ইতিবাচকভাবে সার্কোজিকে প্রেসিডেন্টের নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করেন। শেষে সার্কোজিক প্রেসিডেন্টের পদে নিযুক্ত হন। ২০০৭ সালের মে মাসে সার্কোজিক ফিল্লোন প্রধানমন্ত্রীর পদে নিযুক্তি করেন।

    ফিল্লোন সাহিত্য, পাহাড় উঠা ও ওটুমোবাইল পছন্দ। তাঁর প্রতিবন্ধ 'ফ্রান্স সত্যি বহন করতে পারে' খুবই জনপ্রিয়।