প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। এখন সবাই একসঙ্গে শ্রোতাবন্ধুদের পছন্দের গানগুলো শুনবো।
ভারতের মুর্শিদাবাদ জেলার গোল্ডন ডি এক্স ক্লাবের প্রেসিডেন্ট সিদ্ধার্থ সরকার আমাদের অনুষ্ঠানে নচিকেতার গাওয়া যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আপনার অনুরোধ পূরণ করছি আমি। সবাই মিলে নচিকেতার কন্ঠে "সে প্রথম প্রেম আমার" গানটি শুনি।
বাংলাদেশের যশোর জেলার ছাতিয়ানতলা রেডিও লিসনার্স ক্লাবের এস.এম.রবি, ছালমা রবি, রুলি, মিলি, সবুর, নিলা, সরনী, ফারিয়া আমাদের অনুষ্ঠানে রুনা লায়লার গাওয়া "স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে আমার অনেক ঋন আছে" গানটি শুনতে চেয়েছেন। কিন্তু খুব দুঃখিত, আপনার পছন্দের গানটি আমার হাতে নেই। তাই এখন আমি রুনা লায়লার গাওয়া আরেকটি গান উপহার দিচ্ছি। গানের নাম"আগে জানলে তোর"।
বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার লং লাইফ ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের মো: জাকারিয়া, জহিরুল, মাহাবুর, লিটন, এমদাদ এবং শাহীন আমাদের অনুষ্ঠানে এন্ড্রু কিশোরের গাওয়া "চাঁন্দের সাথে রাইতের পিরিত হইলে"গানটি শুনতে চেয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমার হাতে গানটি নেই। তাই এখন এন্ড্রু কিশোরের কন্ঠে "আমার বাবার মুখ"গানটি শোনা যাক।
বাংলাদেশের পাবনা জেলার পারকোদালিয়া গ্রামের রেডিও ফেয়ার লিসনার্স ক্লাবের সভাপতি মো: মসুদ রানা চাওয়া পাওয়াতে আতিক হাসানের গাওয়া মাধবী কি ছিলো গো ভুল হারিয়ে জীবনের কুল গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, চলুন বন্ধুরা, সবাই একসঙ্গে গানটি শুনি। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি আপনাদের চিঠির অপেক্ষায় আছি। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
|