কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের সময় ২০ জুলাই পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। ১৯ জুলাই ছ'পক্ষীয় বৈঠকের প্রতিনিধি দলের নেতৃ পর্যায়ের সম্মেলনে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ কোরিয় উপদ্বীপের পরমাণু স্থাপনা অকার্যকরকরণ তালিকার সমস্যা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেছে। এখন চীন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অভিমত গ্রহণ করছে।
জানা গেছে, দু'দিনব্যাপী সম্মেলনের ফলাফল সম্পর্কিত একটি চেয়ারম্যান খসড়া প্রস্তাব চীন প্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। যাতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে যথাযথভাবে কর্ম গ্রুপের সম্মেলন শুরু করার সুনিশ্চয়তা দেয়া যায়।
মার্কিন প্রতিনিধি দলের প্রধান ক্রিস্টোফার হিল ১৯ জুলাই বলেছেন, এবারের নেতৃ পর্যায়ের সম্মেলন উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনার জন্য আবেদন জানানো এবং কোরিয় উপদ্বীপের পরমাণু স্থাপনা অকার্যকরকরণের চূড়ান্ত বিষয়ে মতৈক্যে পৌঁছাতে সক্ষম হয় নি। তিনি মনে করেন, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত পরমাণু স্থাপনা অকার্যকরকরণের নির্দিষ্ট সময় নির্ধারিত হওয়ার আগে যথাযথভাবে কর্ম গ্রুপের সম্মেলন আয়োজন করা।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান ছুন ইয়ং উ বলেছেন, পরমাণু স্থাপনা অকার্যকরকরণের বিষয়টি অত্যধিক জটিল হওয়ার কারণে এবারের সম্মেলনে মতৈক্যের বিষয়ে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
|