" পেইচিং অলিম্পিক গেমস--২০০৮" আসার আগেই চীনের দরিদ্রতম পশ্চিমাঞ্চলের মোট ৪০০ জন গ্রামীণ শিক্ষক পেইচিং অলিম্পিক জিমনেসিয়াম এবং ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শন করবেন । যাতে তারা নিজেরা রাজধানি পেইচিংয়ের উন্নয়নের পরিবর্তনের বিষয়টি উপলদ্ধি করতে পারেন এবং সংশ্লিষ্ট শিক্ষাদান প্রশিক্ষণ ব্যবস্থায় তা ব্যবহার করতে পারেন।
উদ্যোক্তা ইউনিটের প্রধান সিয়ে চিয়ান হুয়া ১৯ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, এ ৪০০ জন গ্রামীণ শিক্ষক চীনের পশ্চিমাঞ্চলের ১১টি প্রদেশ থেকে আসবে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ছিং হাই ও কান সু দু'টি প্রদেশের ১০০ জন শিক্ষক ২ থেকে ১২ আগষ্ট পর্যন্ত " পেইচিং অলিম্পিক গেমস--২০০৮" সংক্রান্ত এ কর্মসূচীতে অংশ নেবেন। একই সঙ্গে তারা অলিম্পিক জিমনেসিয়াম, পেইচিং বিশ্ববিদ্যালয় , ছিং হুয়া বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক নিদর্শন এবং নানা ধরণের প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করবেন। সংশ্লিষ্ট পক্ষও তাদের জন্য তিনদিনব্যাপী শিক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
|