২০ জুলাই চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত উপাত্ত থেকে জানা গেছে , এ বছরের প্রথম ছ'মাসে চীনের স্থাবর সম্পদখাতে বিনিয়োগ গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ২৬ শতাংশ বেড়েছে । স্থাবর সম্পদ খাতের বিনিয়োগ এখনও বেশি ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , এ বছরের প্রথম ছ'মাসে চীনের স্থাবর সম্পদখাতের বিনিয়োগের মোটমূল্য ৫.৪ ট্রিলিয়ন ইউয়ান । এর মধ্যে শহরাঞ্চলের বিনিয়োগ ৪.৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে ।
অতিরিক্ত বিনিয়োগ হলো চীনের অর্থনীতি উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা । অতিরিক্ত বিনিয়োগের প্রবনতা নিয়ন্ত্রণে আনার জন্য এপ্রিল মাস থেকে সরকার অনেক ব্যবস্থা নিয়েছে । এর মধ্যে রয়েছে ঋণ নেয়ার সুদের হার বাড়ানো এবং নতুন প্রকল্পের অনুমোদনে আরো কড়াকড়ি আরোপ । পরবর্তীকালে যে সব প্রকল্পের জ্বালানী ক্ষয় বেশি এবং দুষণ বেশি , সেসব শিল্পপ্রতিষ্ঠানকে ঋণ দেয়া ও বিনিয়োগের ক্ষেত্রে আরো কঠিন পদক্ষেপ নেয়া হবে ।
|