১৯ শে জুলাই চীনের উপপ্রধানমন্ত্রী চেন ফেই ইয়েন পেইচিংয়ে বলেছেন , চীনের ছোট ও মাঝারী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞানসম্মত উন্নয়নের পথে অটল থাকতে হবে । চীনের ছোট ও মাঝারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর নতুন সৃষ্টি ও উন্নয়নের সুফল সম্পর্কিত একটি প্রদর্শনী পরিদর্শনের সময় উপপ্রধানমন্ত্রী চেন ফেই ইয়েন এ কথা বলেছেন । তিনি আরো বলেছেন , ছোট ও মাঝারী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে টেকসই উন্নয়নের পথে নিজের সৃষ্টি শক্তিকে বাড়াতে হবে , সম্পদের সদব্যবহার করে পরিবেশ রক্ষা ও দুষণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাতে হবে , উত্পাদনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যে সব ছোট শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানী সম্পদের ক্ষয় ও দুষণ বেশি , সেই সব শিল্পপ্রতিষ্ঠানবন্ধ করে দিতে হবে ।
বর্তমানে চীনের ছোট ও মাঝারী শিল্পপ্রতিষ্ঠান চীনের শিল্পপ্রতিষ্ঠানের মোট সংখ্যার ৯৯ শতাংশ । এই সব শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন মূল্য মোট উত্পাদনমূল্যের ৬০ শতাংশ ।
|