২০০৭ সালের আন্তর্জাতিক কপিরাইট ফোরাম ১৮ জুলাই পেইচিংয়ে শুরু হয়েছে। চীনের উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় মেধা স্বত্ব সুরক্ষা করা সংক্রান্ত কার্যালয়ের পরিচালক উ ই ফোরামে অভিনন্দন বাণী পাঠিয়েছেন।
উ ই তাঁর অভিনন্দন বাণীতে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন মেধা স্বত্ব সুরক্ষা করা ক্ষেত্রে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। এটি কেবল দেশের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তির মান উন্নত করার জন্য বলিষ্ঠ সমর্থন দিয়েছে তাই নয়, বরং বিশ্বমুখীনতা আরো সম্প্রসারণ করা এবং আন্তর্জাতিক বিনিময় জোরদার করার জন্য সুষ্ঠু পরিবেশও সৃষ্টি করেছে।
উ ই বলেছেন, এবারের ফোরামের প্রসঙ্গ হলো ওয়েবসাইটের কপিরাইট সুরক্ষা করা ও উন্নত করা। চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জোরদার করা, পারস্পরিক শিক্ষা বিনিময় এবং ওয়েবসাইটের মেধা স্বত্ব সুরক্ষা করার কাজ ত্বরান্বিত করতে ইচ্ছুক।
|