১৮ জুলাই এশীয় উন্নয়ন ব্যাংক ২০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়ে দক্ষিণপশ্চিম চীনের সড়ক ব্যবস্থা নির্মাণে সহায়তা করার কথা ঘোষণা করেছে।
এবার এশীয় উন্নয়ন ব্যাংক পূর্ব সিছুয়ানের সড়ক প্রকল্পে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। নির্মাণের পর এই সড়কের সঙ্গে চোং ছিং শহর ও শানসি প্রদেশের সিআন শহর সংযুক্ত হবে। এর পাশাপাশি অনূন্নত জেলা ও গ্রামের ৪৩০ কিলোমিটার পথও নির্মাণ করা হবে। যাতে সি ছুয়াং ও শানসি প্রদেশের সীমান্ত এলাকার যোগাযোগে সুবিধা দেয়া যায়।
অন্য আরেক খবরে জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংক ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়ে কুয়াং সি প্রদেশের লংলিন থেকে বাইসে পর্যন্ত মহাসড়ক প্রকল্পের নির্মাণ করাকে সমর্থন করবে। প্রকল্পের এই ঋণ চুক্তি ২০০৭ সালে বাস্তবায়িত হবে বলে অনুমান করা হচ্ছে।
|