চীনে নিয়োজিত কয়েক'শ দেশের দূতাবাস, শিল্পপ্রতিষ্ঠান এবং তথ্যমাধ্যমের ২০০০ হাজারেরও বেশী বিদেশী বন্ধু ১৮ জুলাই রাতে পেইচিংয়ে অনুষ্ঠিত নতুন চীন প্রতিষ্ঠার পর থেকে আয়োজিত প্রতিরক্ষা বাহিনী নির্মাণের সফলতা সম্পর্কিত প্রদর্শনী পরিদর্শন করেছেন।
এসব বিদেশী বন্ধুরা মনে করেন, প্রদর্শনী খুব চমত্কার। আগেকার চেয়ে চীনের বাহিনী আরো উন্মুক্ত হয়েছে। তাঁরা বিশ্বাস করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ে চীনের আরো ভালভাবে যোগ দেয়ার পাশাপাশি চীনের বাহিনী আরো সমুজ্জ্বল হয়ে উঠবে।
চলতি মাসের ১৬ তারিখে অনুষ্ঠিত প্রদর্শনীতেবিশ্বের শান্তি সুরক্ষা করাসহ ৭টি বিষয় রয়েছে। প্রদর্শনীতে মোট ৯৭০টি নানা ধরণের ছবি, ১৭৫০টি সাংস্কৃতিক ধ্বংসাবশেষ এবং আংশিক অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম এবং লজিস্টিক সহায়তা সংক্রান্ত সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে।
|