v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-19 15:59:32    
চীনের হংকং-মাতৃভূমি আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অব্যাহত জোরদার হচ্ছে

cri
    বন্ধুরা, চীনের হংকং হল বিশ্বের বিখ্যাত্ ব্যাংকিং, বাণিজ্য ও পরিবহন কেন্দ্র। হংকংয়ের তথ্য, প্রযুক্তি ও পুঁজির ক্ষেত্রে বিপুল প্রতিদ্বন্দ্বিতার সুবিধা রয়েছে। অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে চীনের অভ্যন্তরভাগের সঙ্গে রয়েছে পরস্পরের পরিপূরকতা ও সহযোগিতার সুষ্ঠু ভিত্তি। মাতৃভূমির কোলে প্রত্যাবর্তনের দশ বছরে হংকং-অভ্যন্তরভাগের সঙ্গে তার আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে অব্যাহতভাবে জোরদার করছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের এ সম্পর্কে কিছু বলবো।

    সম্প্রতি, চীনের চিয়াংসি, হুবেই ও কুইচৌ প্রদেশের প্রতিনিধিরা হংকংয়ে ব্যবসা সংগ্রহ অধিবেশনের আয়োজন করেন। তাঁরা হংকংয়ের শিল্পপতিদের কাছে সহযোগিতার পরিকল্পনা নিয়ে সুপারিশ করেন। কুইচৌ প্রদেশের আনশুন শহরের ব্যবসা সংগ্রহ ব্যুরোর মহাপরিচালক চৌ উছাং সাংবাদিকদের কাছে বলেছেন, এবারের অধিবেশন হল আনশুন শহরের হংকংয়ে ব্যবসা সংগ্রহের প্রথম তত্পরতা। তারা অনেক সাফল্য লাভ করেছেন। আনশুন শহর হংকংয়ের শিল্প-প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ১৮টি সহযোগিতামূলিক চুক্তি স্বাক্ষার করেছে। এরমধ্যে পর্যটনের উন্নয়ন এবং সেবা, পরিবহন, খনি আবিশ্কারসহ বিভিন্ন পরিকল্পনা অন্তর্ভক্ত রয়েছে। এসব পরিকল্পনার বাণিজ্য মূল্য প্রায় ২.৭ বিলিয়ন ইউয়ান রেনমিনবি। চৌ ইছাং বলেছেন,

   

(চৌ উছাং)

(রে ১)

    'আমরা প্রথমবার হংকংয়ে এসেছি। সুষ্ঠু শুরু হলে আমরা পুনরায় আসবো। আমাদের আনশুন শহরে সমৃদ্ধ জ্বালানী সম্পদ আছে। আমাদের বিদ্যুত ও খনির দাম কম। এখানে তথ্য, পুঁজি ও প্রযুক্তির সুবিধা বেশি এবং আমাদের সুবিধা হংকংয়ের সঙ্গে পরস্পরের পরিপুরক।'

    অভ্যন্তরভাগের বাজার ও সমৃদ্ধ শ্রমিক সম্পদসহ বিভিন্ন জ্বালানী শক্তি হংকংয়ের অর্থনীতির উন্নয়নের জন্য আরো বেশি সুযোগ সরবরাহ করে। হংকংয়ের শিল্প-প্রতিষ্ঠান মহল অভ্যন্তরভাগে পুঁজি বিনিয়োগের মাধ্যমে আরো বেশি উন্নয়নের সুযোগ লাভ করেছে। যেমন, শুধু কুয়াংতুং চুচিয়াং নদী বদ্বীপে ১.৫ কোটি শ্রমিক হংকং পুঁজি শিল্প-প্রতিষ্ঠানে কাজ করে। এটি হল হংকংয়ের লোকসংখ্যার দুই গুণ। হংকং শিল্প ফেডারেশনের ইয়েচিয়ে বলেছেন,

   

(ইয়ে চিয়েছুয়ান)

(রে ২)

    'অভ্যন্তরভাগ হংকংয়ে ব্যবসা সংগ্রহ হংকংয়ের শিল্পপতিদেরকে উন্নয়নের সুযোগ এনে দিয়েছে। এরফলে হংকংয়ের শিল্পপতিরা আরেকটি পুঁজিবিনিয়োগের ক্ষেত্র পেয়েছে।'

    অন্য আরেক পক্ষ, প্রতি কয়েক বছরে বিজ্ঞান অর্থনীতির সমৃদ্ধির পাশাপাশি অভ্যন্তভাগের অগ্রণী বিজ্ঞান ও প্রযুক্তির শক্তি উন্নত হচ্ছে। এটি হংকংয়ের অর্থনীতির দীর্ঘস্থায়ী উন্নয়ন নিশ্চিত করে। হংকংয়ের অনেক বিজ্ঞ ব্যক্তি মনে করেন, ২০ বছর আগে হংকংয়ের অর্থনীতি সফলভাবে প্রক্রিয়াকরণ শিল্প থেকে পরিসেবা শিল্পে পরিণত হয়। এরফলে হংকংয়ের মহা উন্নয়নের যুগ সৃষ্টি হয়েছে। কিন্তু হংকংয়ের ভবিষ্যতে অব্যাহত সমৃদ্ধ বজায় রাখার জন্য পরিসেবা অর্থনীতি থেকে বিজ্ঞান অর্থনীতিতে পরিবর্তন করা উচিত। সেজন্য হংকংয়ের অভ্যন্তরভাগের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির সহযোগিতা জোরদার করা উচিত। হংকংয়ের অর্থ বিভাগের পরিচালক থাং ইংনিয়ান বলেছেন,

   

(থাং ইংনিয়ান)

(রে ৩)

    'আমরা অব্যাহতভাবে অভ্যন্তরভাগের সঙ্গে কর্মক্ষম জনশক্তি, বিদ্যাগত ও বিজ্ঞান আর প্রযুক্তিগত যোগাযোগ জোরদার করবো। এছাড়া, আমরা বিজ্ঞান গবেষণা সংস্থাগুলোকে অভ্যন্তরভাগের সঙ্গে যোগাযোগে উত্সাহ দিবো। যাতে সুবিধা সৃষ্টি, পারস্পরিক পরিপূরকতা, কল্যাণ ও উভয়ের সম্মানজনক পরিস্থিতি সৃষ্টি করা যায়।'

    তিনি মনে করেন, অভ্যন্তরভাগের চেয়ে হংকংয়ের নিজের বেশি সুবিধা রয়েছে। এরমধ্যে পূরণ মেধাসত্ব সুরক্ষার ব্যবস্থা, সুষ্ঠু পুঁজি সংগ্রহের পরিবেশ ও ব্যাপক আন্তর্জাতিক যোগাযোগ অন্তর্ভুক্ত রয়েছে। অনেকে অভ্যন্তরভাগে হংকংয়ের এসব সুবিধার জন্য হংকংয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে।

    টিসিএল কোম্পানি চীনের অভ্যন্তরভাগের ব্যবহারের জন্য ইলেকট্রোনিক পণ্যদ্রব্য ও তথ্য এবং টেলিযোগাযোগ সংশ্লিষ্ট পণ্যদ্রব্য উত্পাদিত বিখ্যাত্ কোম্পানি। টিসিএলের মহাপরিচালক বলেছেন হংকং হল একটি ভাল প্ল্যাটফর্ম। তিনি বলেছেন,

   

(লি তংশেং)

(রে ৪)

    'বহু বছর উন্নয়নের মাধ্যমে আমরা এখন হংকংয়ে দু'টি শাখা কোম্পানি প্রতিষ্ঠা করেছি। এখন আমাদের পুঁজি পরিচালনার প্রধান প্ল্যাটফর্ম। গত কয়েক বছরে শিল্প-প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিকায়নের প্রক্রিয়ায় এ প্ল্যাটফর্ম পুঁজি সংগ্রহ ও আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করছে।'

    গত কয়েক বছরে টিসিএলের মত হংকংয়ে আরে বেশি অভ্যন্তরভাগের শিল্প-প্রতিষ্ঠান ব্যবসার উন্নয়ন করে। চীনের মার্চেন্ট ব্যাংকের বিদেশী ব্যবসা উন্নয়নের জন্য পুঁজি সাহায্য দেয়া বিষয়ক ম্যানেজার লিন তাশুই বলেছেন, তাঁরা প্রধানত বিদেশে পুঁজিবিনিয়োগের লক্ষ্যে অভ্যন্তরভাগের শিল্প-প্রতিষ্ঠানগুলো সঙ্গে ব্যবসা করেন। তাঁদের সহযোগিতাকারীর তিন ভাগের এক ভাগ হল হংকংয়ে পুঁজিবিনিয়োগের অভ্যন্তরভাগের শিল্প-প্রতিষ্ঠানগুলো। তিনি বলেছেন,

   

(লিন তাশুই)

(রে ৫)

    'বর্তমানে আমাদের বিশ্বের ৫০টি দেশ ও অঞ্চলের প্রায় ৬হাজার সহযোগিতাকারী রয়েছে। এরমধ্যে তিন ভাগের এক ভাগ হল হংকংয়ে ব্যবসা করা অভ্যন্তরভাগের সরকারী, বেসরকারী ও মধ্য এবং ছোট শিল্প-প্রতিষ্ঠান।'

    কুওমে ইলেকট্রনিক পণ্যদ্রব্য কোম্পানি হল চীনের বৃহত্তম ইলেকট্রনিক পণ্যদ্রব্য চায়না খুচরা বিক্রি শিল্প-প্রতিষ্ঠান। ২০০৩ সালে কুওমে কোম্পানি হংকংয়ের বাজারে প্রবেশ করে এবং ২০০৪ সালে হংকংয়ের স্টক এক্সকেন্জে তার শেয়ার ছাড়ে। কুওমে কোম্পানির নির্বাহী জেনারেল দুজুয়ান বলেছেন, কুওমে কোম্পানি পুরোপুরি হংকংয়ের আন্তর্জাতিক ব্যাংকিং কেন্দ্র, বাণিজ্যিক কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের সুবিধায় বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকিং সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে পুঁজিবিনিময়কারী সংগ্রহ করে নিজের দ্রুত উন্নয়নের জন্য বিপুল পুঁজি সাহায্য সরবরাহ করে। তিনি আরো বলেছেন,

    (রে ৬)

    'হংকংয়ে কুওয়ে কোম্পানি অব্যাহতভাবে নতুন আন্তর্জাতিক পরিচালনার অভিজ্ঞতা নেয়। আমরা হংকংয়ের শিল্প-প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতারের মাধ্যমে অব্যাহতভাবে শিক্ষা, উন্নয়ন ও নবায়ন এবং উদ্ভাবন করছি। বর্তমানে কুওয়ে ২২০টিরও বেশি চীনের বড় ও মধ্য শহরে ব্যবসা করে এবং তার বাজার বৃদ্ধির হার অব্যাহতভাবে বাড়ছে।'

   

(লু ওয়েসি)

গত জুন মাসের শেষ দিকে হংকং বিশেষ প্রশাসনিক সরকারের পুঁজি বিনিয়োগ উন্নয়ন বিভাগের পরিচালক লু ওয়েসি বলেছেন, চীনের অভ্যন্তরভাগের আরো বেশি শিল্প-প্রতিষ্ঠানতর হংকংয়ে ব্যবসা উন্নয়নে উত্সাহ দেয়া উচিত।

    তিনি বলেছেন, হংকং সারা চীনে তার প্রচার পরিকল্পনা শুরু করে। যাতে অভ্যন্তরভাগের শিল্প-প্রতিষ্ঠানগুলোকে হংকং ও বিশ্বে ব্যবসা উন্নয়নের উত্সাহ দেয়া যায়।