সি আর আই-এ নতুন বছরের আগমন হবে তারি মত
যে আমার দৃষ্টি জুড়ে থাকে নীল আকাশের
রক্তিম সূর্যের মতো
আমার মনের মধুরী দিয়ে সাজাব তাকে
সাগরের উত্তাল তরঙ্গের মতো
বসন্ত ফাগুন দিন শেষ হয়
কাকিলের কুহু কুহু ডাকে
গ্রীষ্মের বৃষ্টি, শীতের সকালের শিরশিরে হাওয়া
বসন্তের মাতাল সৌরভ শেষ হয়
সে দিনের মতো
যেমন আঁখি মেলা একটি ফুটন্ত গোলাপ
বাংলা নতুনের আগমন এমনি সময়
এমনে কোন যে থাকে শুধু হারাবার ভয়, তবু
জীবন টাকে সাজাব ফুলে ফুলে
নতুনকে জানাই স্বাগত
প্রতিদানে হঠাত্ ফুলের বাসর হয় কালবৈশাখী ঝড়
হয়ত কেটে যাবে ৬টি ঋতুর একটি বছর
আবার আসবে এই সি আর আই-এর মাধ্যমে সি আর আইসহ সবাইকে শুভেচ্ছা জানাই
তেমন করে যেমন কোকিলের কলতানে
বসন্তের পশাশ রাঙ্গা ফাগুন।
---বাংলাদেশের রাজবাড়ী জেলার হামরাট গ্রামের হামরাট প্রশান্তি লেডিস ওয়ার্ল্ড রেডিও ডিএক্স ক্লাবের সুমী খাঁন।
|