১৮তম হংকং বই মেলা ১৮ জুলাই হংকং প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে। প্রদর্শনীতে মোট ২০ হাজারেরও বেশী ধরনের প্রকাশনা স্থান পেয়েছে।
বিশ্বের ৪৭০টিরও বেশী বই ব্যবসায়ী এবারের এই বই মেলায় অংশ নিচ্ছে। যা গত বারের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশী। 'হংকংকে পড়া' হচ্ছে মেলার মূল প্রসঙ্গ। অনেক বই ব্যবসায়ী হংকং সম্পর্কিত বই প্রদর্শন করছে। উদ্যোক্তা পক্ষ হংকং বাণিজ্য উন্নয়ন ব্যুরোও এ উপলক্ষে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। যাতে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন মহলের কাছে হংকং সমাজের সংস্কৃতির পরিবর্তনের চিন্তা ধারাকে তুলে ধরা যায়।
(খোং চিয়া চিয়া)
|