চীনের রেড-ক্রস সমিতি ১৮ জুলাই সমাজের বিভিন্ন মহলকে সক্রিয়ভাবে চাঁদা ও নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করার জন্য জরুরীভাবে আহ্বান জানিয়েছে, যাতে বন্যা দুর্গত এলাকর জনগণকে সাহায্য করা যায়।
জুন মাসের শেষ দিক থেকে, চীনের আন হুই, সিছুয়ান, হু পেই, হে নান ও ছোংছিংসহ বিভিন্ন অঞ্চলে মুষল-ধারে বৃষ্টির ফলে, বন্যা দেখা দিয়েছে। চীনের গণ প্রশাসনিক দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত, দশ কোটিরও বেশী লোক দূর্যোগ কবলিত হয়েছে। এতে সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমান ৩৩ বিলিয়ন ইউয়ানেরও বেশী।
জানা গেছে, বর্তমানে চীনের রেড-ক্রস সমিতি ১৫টি গুরুতর দুর্গত প্রদেশে এক কোটি ইউয়ানেরও বেশী চাঁদা ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরন করেছে এবং হু পেই, সিছুয়ান ও ছোংছিংসহ বিভিন্ন এলাকায় অনেক ত্রাণ কর্ম-গ্রুপ পাঠিয়েছে।
(খোং চিয়া চিয়া)
|