চীনের সি আন উপগ্রহ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের একজন কর্মকর্তা মংগলবার বলেছেন , চীনের সি আন উপগ্রহ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কেন্দ্র অন্যান্য দেশের কাছে প্রযুক্তি হস্তান্তর , বিদেশী উপগ্রহের জন্যে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়তা এবং বিদেশী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সংগে সংযোগ সাধনের মাধ্যমে বিভিন্ন দেশের সংগে ব্যাপক পর্যায়ে সহযোগিতা চালিয়ে যাচ্ছে ।
সি আন উপগ্রহ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কেন্দ্র হচ্ছে চীনের উপগ্রহ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার তথ্য ব্যবস্থাপনা , পরিচালনা ও নিয়ন্ত্রণ সংস্থা । সাংবাদিকদের সাক্ষাত দেয়ার সময় এ কেন্দ্রের কর্মকর্তা বলেন , চীন আন্তর্জাতিক মহাকাশ উত্ক্ষেপণ বাজারে প্রবেশের পর বিশ বাইশটি বিদেশী উপগ্রহের জন্যে নির্ভরযোগ্য ও নিখুঁতভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়তা দিয়েছে এবং এ ক্ষেত্রে সুনাম অর্জন করেছে ।
জানা গেছে , এ পর্যন্ত যুক্তরাষ্ট্র , রাশিয়া , ব্রিটেন , ফ্রান্স ও জার্মানীসহ ৪২টি দেশ , অঞ্চল ও সংগঠনের দু শ'রও বেশি প্রতিনিধিদল সি আন উপগ্রহ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন এবং প্রকৌশলগত বিনিময় করেছে ।
|