v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-18 18:35:42    
ইউ এন এইডস চীনের এইডস প্রতিরোধ প্রচেষ্টা গভীর প্রশংসা করে

cri
    ইউএন এইডসের কার্যনির্বাহী চেয়ারম্যান পিটার পিওট সম্প্রতিচীন সফর করছেন । সফরকালে তিনি মধ্য চীনের হোনান প্রদেশ পরিদর্শন করেছেন , যেখানে এইডস রোগীর সংখ্যা অন্য স্থানের চেয়ে বেশী । তিনি এইডস রোগীর প্রতিনিধি , সরকারী বিভাগ , চিকিত্সা কর্মী ও এইডস প্রতিরোধ সম্পর্কিত এন জি ওর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন , এইডস প্রতিরোধ ও চিকিত্সা ক্ষেত্রে চীনের প্রচেষ্টা প্রশংসার যোগ্য ।

    পিটার পিওট ও তার সফরসঙ্গীরা ১৪ই জুলাই হোনান প্রদেশের শানছিয়াই জেলার দক্ষিণ তা উ গ্রাম পরিদর্শন করেছেন । সেখানে তিনি এইডস রোগী ও এইচ আই ভি পজিটিভদের চিকিত্সা ও জীবন সম্পর্কে খোঁজখবর নিয়েছেন । ১৭ই জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত একটি প্রেস ব্রিফিংয়ে পিটার পিওট বলেছেন , চীনে সরকারী খরচে এইডস রোগ চিকিত্সা সম্পর্কে তিনি আরো বেশি তথ্য পেয়েছেন । তিনি বলেছেন , আমার হোনান প্রদেশ সফর ফলপ্রসূ হয়েছে । আমরা এইডস রোগী ও এইচ আই ভি পজিটিভদের পরিবারে গিয়েছি , অনাথাশ্রম ও এইডস রোগ চিকিত্সা কেন্দ্র পরিদর্শন করেছি । আমি একজন এইডস রোগীকে তার ভবিষ্যত জীবন সম্পর্কিত প্রশ্ন করেছি , তিনি আবেগের সঙ্গে আমাকে বলেছেন , সরকার আমাকে ভাইরাস প্রতিরোধ ওষুধ না দিলে আমি অনেক আগেই মরে যেতাম ।

    মিঃ পিটার পিওট আরো বলেছেন , গত কয়েক বছরে চীন সরকার এইডস প্রতিরোধের অনেক ব্যবস্থা নিয়েছে । ফলে এইডস রোগীরা যথাসময়ই চিকিত্সা পেয়েছে । এইডস রোগীর মৃত্যুহার ও এইচ আই ভি পজিটিভদের সংখ্যা আগের চেয়ে কমেছে । প্রেস ব্রিফিংয়ে পিটার পিওট ঘোষণা করেছেন , চীনের উপস্বাস্থ্যমন্ত্রী ওয়াং লুন তে ও ছিংতাও মেডিক্যাল কলেজের প্রফেসর চান পেই ছুয়ান ইউ এন এইডসের বিশেষ পুরষ্কার পেয়েছেন । উপমন্ত্রী ওয়াং লুন তে বরাবরই এইডস রোগ প্রতিরোধের উপর বিশেষ গুরুত্ব দেন এবং সবসময়ই এইডস প্রতিরোধে বিভিন্ন বিভাগের সহযোগিতা ও বিভিন্ন মহলের ব্যাপক অংশগ্রহণের পক্ষপাতী । প্রফেসর চান পেই ছুয়ান পুরুষ সমকামীদের মধ্যে এইডস প্রতিরোধে অনেক গবেষণা কাজ করেছেন ।

    পিটার পিওট আরো বলেছেন , চীনে এইডস প্রতিরোধে অর্থবরাদ্দ আরো বাড়তে হবে ,যাতে আরো বেশি এইডস রোগী বিনা পয়সায় চিকিত্সা পেতে পারেন । সমাজের আরো বেশি এন জি ও সংস্থাকে এইডস প্রতিরোধ কাজে অংশ নিতে হবে । এইডস রোগী ও এইচ আই ভি পজিটিভদের অবহেলা করা উচিত নয় । যে সব ছেলেমেয়ের বাবা মা এইডস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে , তাদের ছেলেমেয়েকে আরো বেশি যত্ন নিতে হবে এবং যুবকযুবতীর মধ্যে এইডস প্রতিরোধক শিক্ষা জোরদার করতে হবে ।

    তিনি বলেছেন , এইডস প্রতিরোধে সুফল পাওয়ার জন্য সমাজের বিভিন্ন মহলকে মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে । এ ক্ষেত্রে সরকারী বরাদ্দ নিশ্চিত করতে হবে । গত কয়েক বছরে , চীন এইডস প্রতিরোধে অনেক সুফল পেয়েছে , পরবর্তীকালে এই কাজের টেকসই উন্নতি নিশ্চিত করার প্রচেষ্টা চালাতে হবে ।

    তিনি বলেছেন , গত দশ-বারো বছরে ইউ এন এইডস চীনের এইডস প্রতিরোধ কাজে সমর্থন ও সাহায্য দিয়েছে । চীন সফরকালে তিনি চীনের সরকারী কর্মকর্তা , এন জি ও সংস্থার প্রতিনিধি ও এইডসরোগীর সঙ্গে চীনে জাতিসংঘের সংস্থার কাজের কার্যকারীতা এবং সমর্থন ও সাহায্য বাড়ানোর বিষয় নিয়ে মতবিনিময় করবেন । তিনি এই আশাও প্রকাশ করেছেন যে এ ক্ষেত্রে চীনকে অন্য দেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে । চীন যেন এইডস প্রতিরোধক ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা অন্য দেশকে জানাতে পারে এবং অন্য দেশকে , বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে এইডস প্রতিরোধ কাজে সাহায্য করতে পারে ।( ফোং সিউ ছিয়েন )