 ব্রাজিলের টাম এয়ার লাইনস কোম্পানির একটি ১৭৬জন যাত্রী বহন করা বিমান ১৭ জুলাই সাও পাওলোর কনকনহাস বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে'র বাইরে ছিটকে পড়ে গিয়ে বিমানবন্দরের মালামাল সংরক্ষিত ভবনের সঙ্গে ধাক্কা খেলে বিমানটিতে আগুন ধরে যায়। ব্রাজিল ইন্টারপ্রেস সংস্থার এক খবরে প্রকাশ, দূর্ঘটনায় সকল যাত্রীই নিহত হয়েছে বলে আশংকা করা হচ্ছে। যাত্রী ছাড়াও নিহতদের মধ্যে বিমান বন্দরের কর্মকর্তাগণও রয়েছেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা ২শো হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ব্রাজিলের সাও পাওলো পুলিশ ব্যুরো ১৮ জুলাই ভোরে বলেছে, দুর্ঘটনায় নিহত ৪০জনের পরিচয় জানা গেছে। সাও পাওলোর গভর্নর জোস সেরা বলেছেন, সম্ভবতঃ বিমানের যাত্রী ও ক্রু সবাই মারা গেছেন।

জানা গেছে, দুর্ঘটনার পর পরই, ব্রাজিলের প্রেসিডেন্ট একটি জরুরী সভা করেছেন, যাতে জরুরীভাবে দ্রুত ব্যবস্থা নেয়া যায়। তাঁর মুখপাত্রের মাধ্যমে তিনি জানিয়েছেন, ১৮ জুলাই থেকে ব্রাজিলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে তিনদিনব্যাপী শোক পালন করা হবে।
(খোং চিয়া চিয়া)
|