চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ১৭ জুলাই পেইচিং অলিম্পিক ষ্টেডিয়াম পরিদর্শনের সময় বলেছেন, জ্বালানীসম্পদ সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ প্রত্যেকটি অলিম্পিক প্রকল্পে বাস্তবায়ন করতে হবে।
জাতীয় সাঁতার কেন্দ্র পরিদর্শনের সময় বিভিন্ন প্রকল্পের উন্নয়ন খুব সুষ্ঠু এবং বিপুলভাবে জ্বালানী-সাশ্রয় ও পরিবেশ সহায়ক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই খবর শুনে ওয়েন চিয়াপাও খুব খুশি। তিনি বলেন, অলিম্পিক প্রকল্পের নির্মাণে প্রতি বিন্দু এবং প্রতি কিলোওয়াট-আওয়ার কমাতে হবে। (লিলি)
|