চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরো এবং ও ই সি ডি ১৭ জুলাই পেইচিংয়ে সহযোগিতামূলক একটি কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে এবং ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রে দু'পক্ষের কয়েকটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক ক্ষেত্রও নিশ্চিত করেছে।
জানা গেছে, জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরো ও ই সি ডি'র সঙ্গে পরিবেশ পূর্বাভাষ, অববাহিকা প্রশাসন, পরিবেশ পরিসংখ্যান ও পরিবেশ সম্পদের ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করবে।
তাছাড়া, জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরো এবং ও ই সি ডি এ দিন চীনের পরিবেশ সম্পাদন পর্যালোচনা' সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণের লক্ষ্য বাস্তবায়ন করা এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি পালনের অবস্থা পর্যালোচনা করা হয়েছে এবং পরিবেশ সংরক্ষণ কাজে চীনের মনোযোগের কথা উল্লেখ করা হয়েছে।
|