চীন ৩০ থেকে ৫০ বছরের মধ্যে চীনের বনের বার্ষিক বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে ১০০ কোটি কিউবিকমিটার করবে। যাতে প্রাকৃতিক বনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কমানোর পরিমাণ দ্বিগুন করা যায়।
চীনের জাতীয় কাঠ শিল্প ব্যুরোর মহা-পরিচালক চিয়া চিবাং ১৭ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত একটি প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন। তিনি বলেন, বৃক্ষরোপণ ও বন সুরক্ষার কারণে চীনে বনের আয়তনের পরিমাণও বিপুরভাবে বৃদ্ধি পেয়েছে। চীনের বন সম্পদের বছরের পর বছর বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর এসব বনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কমানোর পরিমাণও বাড়ছে।
বর্তমানে চীনে বনের আয়তন ১৭.৫ কোটি হেকটর। বনের আবৃতির হার ১৮ শতাংশ ছাড়িয়ে গেছে। বর্তমানে চীনের বনের গড়পড়তা বার্ষিক বৃদ্ধির পরিমাণ ৫০ কোটি কিউবিকমিটার। (লিলি)
|