v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-17 18:46:45    
চীন অবিচলভাবে চীনের বৈশিষ্টসম্পন্ন সমাজতন্ত্রের পথ বেয়ে এগিয়ে যাবে

cri
    ২৫ জুন চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষনেতা হু চিন থাও কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিদ্যালয়ে একটি ভাষণ দিয়েছেন । তাঁর এই ভাষণ চীনের সমাজের বিভিন্ন মহলের আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে । হু চিন থাও তার ভাষণে চীনের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে চীনে টেকসই উন্নয়ন ও অগ্রগতি বাস্তবায়নে ক্ষমতাসীন পার্টি হিসেবে চীনের কমিউনিস্ট পার্টির দায়িত্ব ব্যাখ্যা করেছেন । চীনের নামকরা পন্ডিত লিউ হাই থাও মনে করেন , অবিচলভাবে চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথ বেয়ে অগ্রসর হওয়া হলো হু চিন থাওয়ের এই বক্তব্যের মূল বিষয় ।

    চীনের গণ মাধ্যম ও গবেষণা মহল লক্ষ্য করেছে যে সাম্প্রতিক বছরগুলোতে চীনের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠানের আগে পার্টির শীর্ষনেতারা পার্টি বিদ্যালয়ে ভাষণ দেন । এবার হু চিন থাও চীনের কমিউনিস্ট পার্টির সপ্তদশ কংগ্রেস অনুষ্ঠানের আগে ভাষণ দিয়েছেন ।

    হু চিন থাওয়ের ভাষণে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র প্রতিষ্ঠাকে আধুনিক চীনের উন্নয়ন ও অগ্রগতির প্রধান উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেছেন এবং বিজ্ঞানসম্মত উন্নয়ন সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন । চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিদ্যালয়ের সমাজ ব্যবস্থা বিষয়ক বিভাগের প্রধান লিউ হাই থাও মনে করেন , চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র হলো এক ধরনের সমাজ ব্যবস্থা । সমাজতান্ত্রিক সমাজের চরিত্র বজায় রাখার ভিত্তিতে চীন সৃজনশীলভাবে এই সমাজব্যবস্থার উপর প্রাণশক্তি যুগিয়েছে ।এই প্রাণশক্তি প্রধানতঃ অর্থনৈতিক , রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে ।

    তিনি বলেছেন , অর্থনৈতিক দিকে চীনে সমাজতান্ত্রিক সমাজের প্রাথমিক পর্যায়ের মৌলিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে । এই অর্থনৈতিক ব্যবস্থায় গণ মালিকানা প্রধান ভূমিকা নেয় , অন্যান্য মালিকানার অর্থনীতিও বিদ্যমান রয়েছে । চীনে বাজার অর্থনীতির নিয়ম অনুসারে উত্পাদন সংগঠন করা হয় । রাজনৈতিক ক্ষেত্রে চীনের গণ কংগ্রেস ব্যবস্থা চালু রয়েছে । চীনে কমিউনিষ্ট পার্টির নেতৃত্বাধীন বহু দলীয় সহযোগিতা ব্যবস্থা , রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা ও সংখ্যালঘু জাতির স্বায়তশাসিত ব্যবস্থা চালু রয়েছে । একদেশ দুই সমাজ ব্যবস্থা চীনের বৈশিষ্ট্য অনুসারে প্রণয়ন করা হয়েছে । সাংস্কৃতিক ক্ষেত্রে চীনের বৈশিষ্ট্য হলো মাকর্সবাদ মতাদর্শের চিন্তাধা, পাশ্চাত্যের সভ্যতা ও চীনের উত্কৃষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের সংগতিপূর্ণ একীকরণ বাস্তবায়িত হয়েছে ।

    এই অবস্থার পরিপ্রেক্ষিতে কীভাবে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রে অবিচল থাকা ও প্রসার করা হবে ? এটা আমাদের সামনে একটি বড় সমস্যা । হু চিন থাও তার ভাষণে আমাদের জন্য পথ দেখিয়ে দিয়েছেন । এই পথ হল নিজের চিন্তাধারাকে উন্মুক্ত করে সংস্কার কার্যক্রমকেএগিয়ে নিয়ে যাওয়া , বিজ্ঞানসম্মত উন্নয়নের মনোভাব পোষণ করে সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা এবং তুলনামূলক সচ্ছল সমাজ গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালানো ।

    বিজ্ঞানসম্মত উন্নয়নের অর্থ হল মানুষের মূল স্বার্থ ও কল্যাণ বিবেচনা করে সার্বিক , সমন্বিত ও টেকসই উন্নয়ন তরান্বিত করা। লিউ হাই থাও বলেছেন , চীনে বাজার অর্থনীতি প্রতিষ্ঠার পর চীনের সমাজে কিছু নতুন কর্মক্ষেত্র ও কর্মীর সৃষ্ট হয়েছে । বিভিন্ন মহলের ব্যক্তিদের দক্ষতার স্বীকৃতি দেওয়া ও তাদের মর্যাদা দেয়া এবং আইনের সামনে সবাই সুষম নীতির কার্যকরীকরণ হচ্ছে মানুষে-মানুষে ও বিভিন্ন মহলের সম্প্রীতি বাস্তবায়নের পূর্বশর্ত ।

    হু চিন থাও তার ভাষণে বলেছেন , সমাজতান্ত্রিক গঠনকাজ জোরদার করার প্রধান উদ্দেশ্য হল জনসাধারণের স্বার্থসংশ্লিষ্ট সবচেয়ে প্রত্যক্ষ ও বাস্তব সমস্যার নিষ্পত্তি করা । তাই প্রফেসর লিউ মনে করেন , চীনের নতুন লক্ষ্য হলো সম্প্রীতির ভিত্তিতে তুলনামূলক সচ্ছল সমাজ গড়ে তোলা । হু চিন থাওয়ের ভাষণে চীনের কমিউনিষ্ট পার্টির দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সংকল্পও প্রকাশিত হয়েছে ।( ফোং সিউ ছিয়েন )