রাশিয়ার টেলিভিশন কেন্দ্রের ১৭ জুলাইয়ের খবরে জানা গেছে, জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভিটালি ছুরকিন এদিন সকালে বলেছেন, রাশিয়া কসোভো সমস্যা সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন সিদ্ধান্তের খসড়া প্রণয়নের কাজে অংশ নেবে না।
ছুরকিন বলেছেন, রাশিয়া মনে করে, কসোভো সমস্যা সংক্রান্ত নতুন সিদ্ধান্তের খসড়ায় উত্থাপিত সমস্যা সমাধানের উপায় সঠিক নয়। তা দিয়ে প্রধান সমস্যার সমাধান হবে না। যদি নতুন সিদ্ধান্তের খসড়া গৃহীত হয়, তাহলে কসোভোর পরিস্থিতি আরো জটিল হবে। ফলে রাশিয়া এই নতুন সিদ্ধান্তের খসড়া প্রণয়নের কাজে অংশ নেবে না।
১৬ জুলাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র, বৃটেন ও ফ্রান্সের দাখিল করা কসোভো সমস্যা সংক্রান্ত নতুন সিদ্ধান্তের খসড়া নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। কিন্তু মতৈক্যে পৌঁছাতে সক্ষম হয় নি। (ইয়ু কুয়াং ইউয়ে)
|