চীনের জাতীয় বনশিল্প ব্যুরোর মহাপরিচালক চিয়া জি পাং ১৭ জুলাই পেইচিংয়ে বলেছেন, চীন সরকার কার্বনডাই-অক্সাইডের নিঃসরন কমানো ও বনশিল্পের সামর্থ্যকে উন্নত করার চেষ্টা করছে।
তিনি বলেছেন, বন ও জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত পরিচালন কার্যক্রমকে জোরদার করার পাশাপাশি, চীন বনশিল্পের জীবানুঘটিত জ্বালানীর ব্যাপক উন্নয়ন করবে। তাছাড়া, চীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর বনশিল্পের জীবানুঘটিত জ্বালানী উন্নয়নের লক্ষ্য হিসেবে বৃক্ষরোপণ ও বনের ব্যবস্থাপনা তত্পরতায় অংশ নিতে উত্সাহিত করবে।
জানা গেছে, ২০২০ সাল পর্যন্ত, চীন উচ্চ উত্পাদিত ও গুনগতমান সম্পন্ন জ্বালানীর লক্ষে ১.৩ কোটি হেকটর এলাকায় বন শিল্পের উন্নয়ন করবে, যাতে প্রতি বছর ৬ মিলিয়নেরও বেশী টন জীবানু ডিজেল উত্পাদন করা যায়।
(খোং চিয়া চিয়া)
|