চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১৭ জুলাই বলেছেন , চীন উত্তর কোরিয়ার ইয়ুংবিয়ংয়ের পরমাণু ব্যবস্থা বন্ধকে স্বাগত জানায় ।
১৭ জুলাই তিনি সংবাদদাতার প্রশ্নের উত্তরে বলেছেন , চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষগুলো যৌথ প্রচেষ্টা চালিয়ে সতর্কভাবে নিজের প্রতিশ্রুতি মেনে চলবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ১৩ ফেব্রুয়ারীর যৌথ দলিল বাস্তবায়ন করবে ।
জাতিসংঘ , যুক্তরাষ্ট্র , দক্ষিণ কোরিয়া ও ইইউ ১৬ জুলাই উত্তর কোরিয়ার ইয়ুংবিয়ং-এর পরমাণু ব্যবস্থা বন্ধকেও স্বাগত জানিয়েছে ।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন , উত্তর কোরিয়ার এ সিদ্ধান্ত হল পরমাণু অস্ত্র মুক্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ । মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাককর্মাক বলেছেন , কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের পরবর্তী পদক্ষেপ খুবই কঠিন হবে । কারণ , পরবর্তী পদক্ষেপটি কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এবং অনিবার্যভাবে উত্তর কোরিয়ার পরমাণু ব্যবস্থা বন্ধ সংক্রান্ত সমস্যার সঙ্গে জড়িত । দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র বলেছেন , দক্ষিণ কোরিয়া সরকার আশা করে এ আচরণ ১৩ ফেব্রুয়ারীর দলিলের বাস্তবায়ন ত্বরান্বিত করবে । যাতে পরমাণু অস্ত্র মুক্ত কোরিয় উপদ্বীপ গড়ার লক্ষ্য বাস্তবায়নের জন্য সুযোগ এনে দেয়া যায় ।
|