কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সম্পর্কিত ছ'পক্ষীয় বৈঠকের অংশগ্রহণকারী উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র , রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের প্রধানরা ১৭ জুলাই সকালে পেইচিং পৌঁছে ১৮ জুলাই সকালে অনুষ্ঠিতব্য ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠকের প্রতিনিধিদলের প্রধানদের সম্মেলনে অংশ নেবেন ।
উত্তর কোরিয়া , যুক্তরাষ্ট্র , রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলগুলোর প্রধান হলেন উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী কিম কে গুয়ান , মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টোফার হিল , রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত ভ্লাদিমির রাখমানিন এবং দক্ষিণ কোরিয়ার সহকারী পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী চুন ইয়ুং উ ।
দু'দিনব্যাপী সম্মেলনে প্রতিনিধিদলের প্রধানগণ প্রাথমিক পদক্ষেপের বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন । চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেছেন , দলের প্রধানদের সম্মেলন রুদ্ধদ্বার হবে । সংশ্লিষ্ট পক্ষগুলো কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা এবং ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন । চীন অন্যান্য পক্ষের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালিয়ে সম্মেলনটি ত্বরান্বিত করবে ।
জানা গেছে , জাপানের প্রতিনিধিদলের প্রধানের ১৭ জুলাই বিকালে পেইচিং পৌঁছার কথা ।
|