লেবাননের সরকারি বাহিনী ১৫ জুলাই উত্তর লেবাননের বারেদ শরণার্থী শিবিরে 'ফাতাহ ইসলাম জঙ্গি' সশস্ত্র সংস্থার ওপরে সামরিক হামলা জোরদার করেছে এবং প্রথমবার শরণার্থী শিবিরের কেন্দ্রীয় এলাকায় প্রবেশ করেছে।
লেবাননের সামরিক বাহিনী বলেছে, সরকারি বাহিনী এ দিন বারেদ শরণার্থী শিবিরে প্রবেশ করেছে এবং বাস্তব অগ্রগতি লাভ করেছে। প্রত্যক্ষদর্শীরাও বলেছেন, শরণার্থী শিবিরের কেন্দ্রীয় এলাকার কিছু স্থাপত্যের ওপরে লেবাননের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গুলি-বিনিময়ে লেবানন বাহিনীর দু'জন সৈন্য নিহত হয়েছে। তবে সশস্ত্র সংস্থা ও বেসামরিক লোক হতাহত পরিস্থিতি সম্পর্কে এখনও জানা যায় নি।
১২ জুলাই থেকে লেবাননের সরকারি বাহিনী 'ফাতাহ ইসলাম জঙ্গি'-র ওপর অবরোধমূলক অভিযান জোরদার করেছে। তবুও তারা সশস্ত্র ব্যক্তিদের তীব্র প্রতিরোধেরও সম্মুখীন হয়েছে।
খোং চিয়া চিয়া
|