সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন স্থানের কৃষকরা গ্রামে সিদ্ধান্তের গণতন্ত্রায়নও পরিচালনের অনেক ভালো পদ্ধতি ও অভিজ্ঞতা সৃষ্টি করেছেন । সম্প্রতি চীন সরকার এই সব ভালো পদ্ধতি ও অভিজ্ঞতার গভীর প্রশংসা করেছে । চীনের গণ প্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন , এই সব ভালো অভিজ্ঞতা কৃষকদের রাজনৈতিক অধিকারগুলো রক্ষা করেছে এবং গ্রামাঞ্চলের অর্থনীতির উন্নয়ন ও সমাজের স্থিতিশীলতা ও উন্নয়ন তরান্বিত করতে সাহায্য করেছে । সরকার এই সব ভালো অভিজ্ঞতা দেশের সব গ্রামাঞ্চলে জনপ্রিয় করার ব্যবস্থা নেবে ।
চীনে কৃষকের সংখ্যা ৯০ কোটিরও বেশি । চীনে গণতন্ত্রায়ন তরান্বিত করা , বিশেষ করে প্রাথমিক স্তরে গণতন্ত্রায়ন তরান্বিত করা চীনের আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত করার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের গণ প্রশাসন মন্ত্রণালয়ের প্রাথমিক স্তর প্রশাসন ও নাগরিক কমিউনিটি বিভাগের প্রধান চান ছেন ফু বলেছেন , সামাজিক গণতন্ত্রের সবচেয়ে প্রাথমিক ভিত্তি হল গ্রাম। গ্রামগুলোর গণতন্ত্রায়ন সবচেয়ে প্রভাবশালী । চীন একটি কৃষিপ্রধান দেশ , চীনের ১৩০ কোটি লোকসংখ্যার মধ্যে কৃষক ৯০ কোটিরও বেশি ।
সম্প্রতি ছোংছিং শহর এবং চিয়াংসু ও সানতুং প্রদেশসহ চীনের আটটি প্রদেশ ও কেন্দ্রশাসিক শহরের অধীনস্থ বেশ কয়েকটি গ্রাম কমিটি কেন্দ্রীয় সরাকরের প্রশংসা পেয়েছে । এই সব গ্রামের গ্রাম কমিটির সদস্যরা নিজ গ্রামের বাস্তব অবস্থা বিবেচনা করে গ্রাম প্রশাসনে কিছু নতুন পদ্ধতি সৃষ্টি করেছেন । যেমন দক্ষিণ পশ্চিম চীনের ছোং ছিং শহরের অধীনস্থ কাই জেলার মা লিউ মহকুমার ক্যাডাররা গ্রামবাসীদের স্বার্থসংশ্লিষ্ট সব ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগে গ্রামবাসীদের মতামত সংগ্রহ করেন । এই গ্রামের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও গ্রামের আয় ও ব্যয় ইত্যাদি বিষয়ের আলোচনায় গ্রামবাসীরা অংশ নেন । গ্রামবাসীরা গ্রামের বড় বড় ব্যাপারে নিজের মতপ্রকাশের সুযোগ পেয়েছেন বলে ক্যাডার ও গ্রামবাসীদের পারস্পরিক আস্থা বেড়েছে এবং প্রাথমিক স্তরের গণতন্ত্র ব্যবস্থা আরো মজবুত হয়েছে ।
পূর্ব চীনের উপকুলীয় অঞ্চলে অবস্থিত চিয়াং সু প্রদেশের থাইছাং শহরের উপকন্ঠের গ্রামের আয়তন গত কয়েক বছর ধরে ক্রমেই বাড়ছে । আয়তন বাড়ার ফলে কিছু কৃষক আগের মত গ্রামের ব্যাপারে মত প্রকাশ করতে পারেন না , এ জন্য কৃষকরা সন্তুষ্ট নন । এ অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু গ্রামবাসী নিজের উদ্যোগে গ্রাসবাসী প্রতিনিধি ব্যবস্থা প্রতিষ্ঠা করে । গ্রামবাসীর প্রতিনিধিরা নিয়মিতভাবে নিজের গ্রুপের কৃষকদেরকে গ্রামের কার্জকর্ম সংক্রান্ত বিবরণ দেন এবং তাদের মতামত ও প্রস্তাব সংগ্রহ করেন । গ্রামবাসী প্রতিনিধি ব্যবস্থার কল্যানে গ্রামের সব কৃষক গ্রাম প্রশাসন তত্ত্বাবধান ও পরিচালনায় অংশ নিতে পেরেছেন ।
সাংতুং প্রদেশের রিচাও শহরের উপকন্ঠের তুং কান অঞ্চলের গ্রামাঞ্চলে গত কয়েক বছরে গ্রামের বড় বড় ব্যাপারে গ্রামবাসীদের গণ ভোট ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে । এ পর্যন্ত এ অঞ্চলের গ্রামগুলোতে বিভিন্ন বিষয়ে মোট দশ হাজারের বেশি ব্যাপারে গণ ভোট অনুষ্ঠিত হয়েছে। গণ ভোটের মাধ্যমে গ্রামগুলোর জলসেচ ব্যবস্থা , বিদ্যুত ব্যবস্থা , পুরনো বাড়ীঘর পুনর্নিমাণ , ভূমিঅধিগ্রহণ ইত্যাদি জটিল সমস্যা নিরসন করা হয়েছে ।
চান ছেন ফু বলেছেন , চীনের কৃষকরা নিজের বৃদ্ধি ও সৃষ্টি শক্তি দিয়ে গ্রামাঞ্চলের প্রাথমিক স্তরের গণতন্ত্রায়ন প্রক্রিয়াতরান্বিত করছেন । ফলে প্রাথমিক স্তরের গণতান্ত্রিক ব্যবস্থা আরো নিখুঁত ও সুসংবদ্ধ হচ্ছে । গ্রাম প্রশাসনে অনেক ভালো পদ্ধতি ও অভিজ্ঞতা দেখা দিয়েছে । কৃষকদের প্রাণশক্তি ও সৃষ্টিশক্তি বিরাট ।
তিনি আরো বলেছেন , চীনের গণ প্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন স্থানের গণতান্ত্রিক পরিচালনার ভাল পদ্ধতিগুলো দেশের অন্য স্থানে প্রচার ও প্রয়োগকরছে । বিভিন্ন স্থান নিজের বাস্তব অবস্থা অনুসারে পদ্ধতি ও অভিজ্ঞতাকেসংশোধন করতে পারে ।
|