চীনের কৃষি মন্ত্রাণালয় গত রোববার এক জরুরী বিজ্ঞপ্তিতে বন্যাকবলিত প্রদেশগুলোর প্রতি বিপর্যয়ের পর পশুর রোগ নিবারণ ও নিয়ন্ত্রণের কাজ জোরদার করার অনুরোধ করেছে , যাতে বন্যার পর সেসব প্রদেশে পশুর মারাত্মক কোনো রোগের প্রচলন না হয় ।
গত কয়েক দিনে চীনের মধ্য ও দক্ষিণাংশ গুরুতরভাবে বন্যায় কবলিত হয়েছে । এখন চীনে বর্ষাকাল চলছে এবং তাপমাত্রাও বেড়েছে । এমন সময় এবং বন্যার পর সহজে বার্ড ফ্লু ও শামুক জ্বরের মত পশু রোগের প্রচলন হতে পারে । বিজ্ঞপ্তিতে চীনের কৃষি মন্ত্রণালয় বন্যাকবলিত এলাকাগুলোর পশু চিকিত্সা বিভাগের প্রতি দুর্গতদের সংগঠিত করে সময়মত ডুবে যাওয়া গবাদিপশুদের অন্যত্র সরিয়ে নেয়া এবং হাস-মুরগী খামারগুলোতে বিষ দূরীকরণের কাজে পরামর্শ দেয়ার আবেদন জানিয়েছে ।
|