আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহাম্মদ মুস্তফা আল বারাদেই ১৬ জুলাই ব্যাংককে সাংবাদিকদের বলেছেন , কোরিয়া সফররত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষকরা স্বীকার করেছেন যে , উত্তর কোরিয়া ইয়ংবিয়ংয়ের পরমাণু স্থাপনার পারমাণবিক রিএক্টার বন্ধ করে দিয়েছে ।
থাই সরকারের আয়োজিত জ্বালানী সংক্রান্ত এক সম্মেলনে অংশ নেয়ার সময় বারাদেই এ কথা বলেছেন । তিনি বলেন , এ পারমাণবিক রিএক্টার বন্ধ করে দেয়ার প্রক্রিয়া অবাধে সম্পন্ন হয়েছে । আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষকরা কোরীয় পক্ষের সংগে সুষ্ঠু সহযোগিতা করেছেন । বারাদেই মনে করেন যে , পারমাণবিক রিএক্টার বন্ধ করে দেয়া হচ্ছে ইয়ংবিয়ং পরমাণু স্থাপনা বন্ধ করে দেয়ার ক্ষেত্রে উত্তর করিয়ার নেয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।
কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছয় জাতি বৈঠকের দক্ষিণ কোরীয় প্রতিনিধিদলের নেতা চুন ইয়ং ও ১৬ জুলাই সিউল সফররত মার্কিন প্রতিনিধিদলের নেতা ক্রিস্টোফার হিলের সংগে এক বৈঠকে মিলিত হন । বৈঠকের পর চুন ইয়ং ও বলেন , উত্তর কোরিয়ার অপারমাণবিকীকরণের প্রচেষ্টার মাত্রা অনুসারে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাকে রাজনৈতিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা দেবে ।
|