চীনের জলসেচ মন্ত্রণালয়ের পানি বিষয়ক বিভাগ সূত্রে জানা গেছে , চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্যা প্রতিরোধে পরিচালনা ব্যবস্থার সহযোগিতায় প্রাথমিক সাফল্য পাওয়া গেছে । এখন চীনের অন্যতম প্রধান নদী হোয়াই হো নদীতে বন্যা প্রতিরোধক পরিচালনার পরীক্ষামূলক ব্যবস্থা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে ।
জানা গেছে , যুক্তরাষ্ট্রের বাণিজ্য উন্নয়ন বিভাগ ইউ এস টি ডি এ'র আর্থিক সহায়তায় মার্কিন ই ডি এ ডাব্লিউ ও আর টি আই কোম্পানি থেকে আসা জলসেচ ও পরিকল্পনা মহলের বিশেষজ্ঞরা এবং চীনের সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা গত নভেম্বর থেকে চীনে সচরাচর বন্যা দেখা দেয়া হোয়াই হো নদীর অববাহিকার বন্যা প্রতিরোধ ব্যবস্থার সংস্কার নিয়ে গবেষণা করেছেন । এখন হোয়াই হো নদীর বন্যা প্রতিরোধক পরিচালনার পরীক্ষামূলক ব্যবস্থা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে । একই সময় চীনের সারা দেশে বন্যা প্রতিরোধ নীতি নির্ধারণ সহায়তা ব্যবস্থার প্রকৌশলগত পরিকল্পনা ও পুঁজি নিবিয়োগের পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে ।
|