১৬ জুলাই জাপানের নিগাতা জেলা ও অন্যান্য স্থানে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে । ভূমিকম্পে দুর্গত এলাকাগুলোতে কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং কমপক্ষে পাঁচজন নিহত ও ৪৩৫জন আহত হয়েছে । এ সময় ছোটখাটো জলোচ্ছ্বাসও দেখা দেয় ।
১৬ জুলাই সকাল ১০টা ১৩ মিনিটে এ ভূমিকম্প হয় । নিগাতা জেলার নিকটবর্তী নাগানো ও ইশিকাওয়া জেলায়ও প্রচন্ডভাবে এ ভূমিকম্প অনুভূত হয় ।
ভূমিকম্পের প্রভাবে নিগাতা জেলার কয়েকটি জায়গায় একাধিক অগ্নিকান্ড দেখা দেয় এবং ২০ হাজারেরও বেশি পরিবারের বাড়িতে বিদ্যুত বন্ধ হয়ে যায় ।
ভূমিকম্পের পর পরই জাপানের পুলিশ বিভাগ বিপর্যয় মোকাবিলা সদর দফতর গঠন করে ।
|