v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-16 18:06:25    
অলিম্পিক গেমসের আবহাওয়া পূর্বাভাসের প্রযুক্তি অগ্রগতি লাভ করেছে চীনের আবহাওয়া সংস্থা

cri

    বন্ধুরা, আবহাওয়া হল অলিম্পিক গেমস ও সংশ্লিষ্ট তত্পরতার সফল আয়োজনের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কারণ। প্রতিবার অলিম্পিক গেমস থেকে জানা গেছে, আবহাওয়া সংশ্লিষ্ট সেবার ওপর উচ্চস্তরের গুরুত্ব দেয়া হয়। পেইচিং অলিম্পিক গেমসের তথ্য কেন্দ্র সম্প্রতি অলিম্পিক গেমসের আবহাওয়া সেবা সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ ও বিজ্ঞান এবং প্রযুক্তি গবেষণার সাফল্য সংক্রান্ত তথ্য জ্ঞাপন সভা অনুষ্ঠান করে। পেইচিং শহরের আবহাওয়া ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বর্তমানে চীন বিশ্বের অগ্রণী পূর্বাভাস ব্যবস্থা প্রতিষ্ঠা করে। অলিম্পিক গেমসের সময় সঠিকভাবে প্রতি স্টেডিয়ামের প্রতি তিন ঘন্টার আবহাওয়ার পরিবর্তন পূর্বাভাস করা হবে। সরাসরি 'বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিক গেমসের' মোনোভাব প্রমাণ করা হবে। এখন আমি আপনাদের কাছে এ সভা সম্বন্ধে কিছু বলবো।

এ তথ্য জ্ঞাপন সভায় পেইচিং আবহাওয়া ব্যুরোর মহাপরিচালক মাদাম ওয়াং চিয়ানচিয়ে বলেছেন, বর্তমানে আবহাওয়া সংস্থাগুলোর অলিম্পিক গেমসের আবহাওয়া পূর্বাভাসের ক্ষেত্রে অনেক অগ্রগতি লাভ করে। প্রধানত পেইচিং ও কাছাকাছি ক্ষেত্রে পর্যবেক্ষণ নেট নির্মাণ করা হয়েছে। তিনি বলেছেন, 'আমরা পেইচিং ও ছিংতাওয় পূর্বাভাস নেট নির্মাণ করেছি। এর মাধ্যমে আমরা যথাশীঘ্র স্থানীয় আবহাওয়ার নিয়ম ও পরিবর্তন আবিশ্কার ও প্রতিরোধ করতে পারবো। এখন আমরা যথাশীঘ্র আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারি।'

(ওয়াং চিয়ানচিয়ে)

    পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'র তিনটি ধারণার একটি 'বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিক গেমস'। আবহাওয়ার ক্ষেত্রে এ ধারণার অর্থ্য হল অলিম্পিক গেমস সেবায় আরো বেশি বিজ্ঞান ও প্রযুক্তির পদ্ধতি ব্যবহার। বিশ্বে বিজ্ঞানীদের প্রচুর আবহাওয়ার সমস্যা সম্মূখীন রয়েছে। এরমধ্যে অনেক সমস্যা নিরসন করা হয় নি। সেজন্য পেইচিং অলিম্পিক গেমসের আবহাওয়া সেবা গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বিশেষ করে, আবহাওয়া পূর্বাভাসের প্রযুক্তি পদ্ধতি উন্নয়নের সুপ্ত শক্তিতে ভরপুর। চীনের আবহাওয়া সংস্থাগুলো অনেক নতুন পরীক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করে। এসব নতুন সংগ্রহ পরিসংখ্যান আবহাওয়ার পূর্বাভাসের প্রযুক্তিতে ব্যবহৃত হবে।

    এছাড়া, চীনের আবহাওয়া সংস্থাগুলো ব্রজ ও ঝড়সহ বিভিন্ন আকস্মিক আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাসের ক্ষেত্রেও অগ্রগতি লাভ করেছে। ওয়াং চিয়ানচিয়ে বর্ণনা করেছেন, চীনের বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রণালয়, পেইচিং বিজ্ঞান আর প্রযুক্তি কমিশন ও চীনের আবহাওয়া ব্যুরোর সমর্থনে তাঁরা দেশী ও বিদেশী আবহাওয়া সংস্থা, বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান আর প্রযুক্তি গবেষণালয়গুলোর সঙ্গে সহযোগিতা করেছেন। তাঁরা অলিম্পিক গেমসের আবহাওয়া সেবার বিজ্ঞান ও প্রযুক্তির উপাদান উন্নয়নের জন্য আবহাওয়া পূর্বাভাসের প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন করেছেন। তাঁরা প্রধানত পেইচিং এবং কাছাকাছি অঞ্চলের আবহাওয়া পর্যবেক্ষণ নেটের নির্মাণ, অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলোর আবহাওয়া এবং আকস্মিক বিপর্যয়মূলক আবহাওয়া পূর্বাভাসের স্থাপনার প্রতিষ্ঠা, পরীক্ষা ও আবহাওয়া সেবার সামাজিক এবং অর্থনৈতিক প্রভাবের মূল্যায়নের চেষ্টা করেছেন এবং অলিম্পিক গেমসের আবাহওয়া পূর্বাভাসের বাস্তব বিজ্ঞান আর প্রযুক্তি সাফল্য লাভ করেছেন। তিনি বলেছেন,  'পেইচিংয়ের পঞ্চম লিংরোডের ভেতরে ৩০টিরও বেশি স্টেডিয়াম রয়েছে। আমাদের লক্ষ্য হবে অলিম্পিক গেমসের সময় তিন দিনের মধ্যে প্রতি তিন ঘন্টায় এসব স্টেডিয়াম অবস্থিত স্থানের আবহাওয়া পূর্বাভাস করতে পারা। প্রতি তিন ঘন্টায় এসব স্টেডিয়াম অবস্থিত স্থানের আবহাওয়ার পরিবর্তন পূর্বাভাস করতে পারা হবে।'

     উদ্বোধনী ও সপ্তম অনুষ্ঠানের জন্য আবহাওয়া সংস্থাগুলো পরিকল্পনা প্রণয়ন করেছে। কিন্তু এটি পরিবেশে নেতিবাচক প্রভাব ফলবে? চীনের আবহাওয়া ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা চাং ছিয়াং বলেছেন, 'আমাদের অনুমান অনুযায়ী, আমরা প্রতি বছরে ৩৫ হাজার বর্গ কিলোমিটারের জলাধারে ০.৫ কে অনুঘটক (catalyst) দেই। আমি দায়িত্বশীলভাবে পড়তে পারি যে, এটি পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।'

    অলিম্পক আবহাওয়ার আন্তর্জাতিক সহযোগিতা ও বিজ্ঞান আর প্রযুক্তি গবেষণা শুধু যে পেইচিং অলিম্পিক গেমসের আবহাওয়া সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সমর্থন করবে তা নয়, বরং চীনের আবহাওয়ার আধুনিক প্রতিষ্ঠা ও পেইচিং শহরের সেবার সমর্থ্য জোরদার করবে। এটি বিশ্বের আবহাওয়ার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের আবদান রাখছে।