ইস্রাইলের প্রবীণ রাজনীতিবিদ শিমোন পেরেস ১৫ জুলাই ইস্রাইলের নবম প্রেসিডেন্ট হিসেবে জেরুজালেমে শপথ গ্রহণ করেছেন।
৮৪ বছর বয়সী পেরেস এদিন ইস্রাইলের সংসদের শপথ অনুষ্ঠানে বলেছেন, বয়স খুব বেশী, তবুও তাঁর কর্মের পরিবর্তিত হয়নি। প্রেসিডেন্ট হিসেবে তাঁর আঞ্চলিক শান্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি ইস্রাইলের সাবেক প্রধানমন্ত্রী আইজাক রবিনের হত্যাকান্ডের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি অসুস্থ সাবেক প্রেসেডেন্ট অ্যারিয়াল শারোন-এর রোগমুক্তি কামনা করেন।
ইস্রাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এদিন বলেছেন, পেরেস ছিলেন বিশ্বের একজন সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। তিনিও ইস্রাইলের প্রেসিডেন্ট পদে সবচেয়ে যুক্তিযুক্ত মানুষ। তিনি ইস্রাইলের রাজনীতিকে গৌরবাণ্বিত করবেন।
পেরেস ২০০০ সালে অনুষ্ঠিত সাবেক প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু মোসে কাটজাভ বিজয়ী হন। তিনি সম্প্রতি পদ ত্যাগ করেছেন। ১৩ জুন ইস্রাইলের সংসদে ভোটের মাধ্যমে পেরেস প্রেসিডেন্ট হন। (লিলি)
|