v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-16 17:10:39    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৭/১৬

cri

    চীনের জাতীয় চীনা ভাষা সম্প্রসারণ কার্যালয়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মোট এক হাজার জন মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের প্রধান ও শিক্ষা মহলের কর্মকর্তারা ২৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চীন সফর করেছেন। যাতে দেশি-বিদেশি স্কুলগুলোর মধ্যে বিনিময়ের প্লাটফর্ম প্রতিষ্ঠা করা যায় এবং চীনা ভাষার শিক্ষাদান ক্ষেত্রের সহযোগিতা করা যায়। এই কার্যক্রমের নাম দেয়া হয়েছে "চীনা ভাষার সেতু"। এটা হচ্ছে আজ পর্যন্ত আয়োজিত সবচেয়ে বিরাটাকারের দেশি-বিদেশি শিক্ষা বিনিময় প্রকল্প। ১৬ জুলাই বিজ্ঞান বিচিত্রা আসরে লিলু এই প্রকল্প সম্পর্কে একটি প্রতিবেদন পড়ে শোনাবেন।

    ৬৮ বছর বয়সী শুয়ে চু ছু হচ্ছেন চীনের নাম করা পুতুল ভাস্কর । তাঁর নামে তৈরি "চু ছু পুতুল" হচ্ছে দেশি-বিদেশী সংগ্রহকারীদের পছন্দনীয় ট্রেডমার্ক। তাঁর পরিবারের পূর্বপুরুষরা সবই পুতুল উত্পাদনের পারদর্শী। এ বছরের প্রথম দিকে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় শুয়ে চু ছুকে চীনের পুতুল উত্পাদনকারীদের মধ্যে "প্রতিনিধিত্ব উত্তরাধিকারী" নির্ধারণ করেছে। তাঁর ছেলে শুয়ে ছিয়াংও পুতুল নির্মাণের একজন শিল্পী। ১৭ জুলাই সংস্কৃতির সম্ভার আসরে ইয়াং ওয়েই মিং চীনের এই পুতুল উত্পাদন পরিবারের পরিচয় দেবেন।

    চীনের আইনজীবী থোং লি হুয়ার জন্য ১ মে আন্তর্জাতিক শ্রম দিবসের বিশেষ তাত্পর্য রয়েছে। কেন না, গত ১ মে তিনি জাতীয় শ্রম পদকে ভূষিত হয়েছেন। এটি চীনের প্রত্যেক শ্রমজীবির জন্যে একটি বিরাট সম্মান। থোং লি হুয়া কৃষি শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সহায়তার ক্ষেত্রে লক্ষ্যণীয় অবদান রেখেছেন বলে এ বিশেষ মর্যাদা লাভ করেছেন। ১৮ জুলাই সমাজ দর্পন আসরে চীনের আইনজীবি থোং লি হুয়া ও তাঁর প্রতিষ্ঠিত আইনগত সহায়তা কেন্দ্র সম্পর্কে শি চিং উ কিছু বলবেন।

    সিনচিয়াংয়ের হাসপাতালে কর্মরত সংখ্যালঘু জাতির অনেক নার্স আছেন। তাঁরা পরিশ্রমী কাজ করছেন। তারা সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণের স্বাস্থ্যের জন্য অবদান রাখছেন। ১৮ জুলাই ওরা অনন্য আসরে থান ইয়াও খাং এই হাসপাতালে কর্মতর হুই জাতির নার্স মা পিং না ও উইগুর জাতির নার্স শাহিপজামালের নিত্য জীবনধারা ও কাজ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    মধ্য চীনের চিয়াং শি প্রদেশের জি আন শহরের অধীনে অনেক গ্রাম রয়েছে। এই গ্রামগুলোর মধ্যে মেই পো নামে গ্রাম সবচেয়ে বিখ্যাত। মেই পো গ্রাম চি আনের দক্ষিণ-পূর্ব অবস্থিত। এর আয়তন এক বর্গকিলোমিটার মাত্র। আয়তন অল্প হলেও এর ৮০০ এরও বেশি বছরের ইতিহাস রয়েছে। সেখানে গেলে আপনি জমিচাষ উপভোগ করতে পারবেন, ড্রাগণ নৌকার প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন এবং বৈশিষ্ট্যসম্পন্ন গ্রামীণ খাবার খেতে পারবেন। ২০ জুলাই সেই গ্রাম এই জীবন আসরে শি চিং উ আপনাদেরকে চি আন গ্রামের পরিচয় দেবেন।

    ২০০৬ সালের ৩০ ডিসেম্বর শানতুং প্রদেশের চিনান শহরের লিয়েনহুয়া পাহাড়ে একটি বিশেষ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাত্রি সিয়াও ওয়েনফোন বিয়ের পোশাক পরে বিয়ের অনুষ্ঠানের আগমনের অপেক্ষা করছিলেন। কিন্তু বিয়ের অনুষ্ঠানের অন্য গুরুত্বপূর্ণ পক্ষ বর তখন কাচের কফিনে শুয়ে ছিলেন। তার চেহারা দেখতে খুব শান্ত ছিল। আশ্চর্য ব্যাপার হল, বর হলেন একজন বিদেশী। সবার মনে প্রশ্ন জাগে, জীবিত কন্যা ও মরে যাওয়া এই বিদেশী বরের মধ্যে কী হয়েছে? ২০ জুলাই কন্যা জায়া জননী অনুষ্ঠানে চোং শাও লি "বিশেষ বিয়ের অনুষ্ঠান" শিরোনামে একটি গল্প আপনাদের শুনাবেন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।