জাতিসংঘের নিকটপ্রাচ্য ফিলিস্তিনী শরণার্থী উদ্ধার কার্যালয়ের প্রধান কারেন আবুজাইদ ১৫ জুলাই কায়রোতে আরব দেশুগুলোর ফিলিস্তিনী শরণার্থীদের ত্রাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ।
তিনি আরব লীগের মহাসচিব ওমর মুসার সঙ্গেও বৈঠক করেছেন । আবুজাইদ বলেছেন, কয়েক বছর আগে আরব দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে, ইউ.এন.আর.ডাব্লিউ.একে দেয়া বার্ষিক বাজেট মোট পরিমাণের ৭.৮ শতাংশ বাড়াবে । কিন্তু এ পর্যন্ত সংস্থার ৪০ কোটি মার্কিন ডলার বাজেটে আরব দেশগুলোর পুঁজি শুধু মাত্র ৩ থেকে ৪ শতাংশে দাঁড়িয়েছে ।
তিনি জোরদিয়ে বলেছেন, চলতি বছর ইউ.এস.আর.ডাব্লিউ.এ আরো বেশি ১০ কোটি মার্কিন ডলার দিয়ে ফিলিস্তিনী শরণার্থীদের সাহায্য করবে । কিন্তু বর্তমানে জরুরী প্রকল্প হবে পুঁজির অভাব ৩ কোটি মার্কিন ডলার ।
তিনি বলেছেন, ইউ.এস.আর.ডাব্লিউ.এ'র প্রয়োজনীয় আরো বেশি ১০ কোটি মার্কিন ডলার প্রধানত ফিলিস্তিনী শরণার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, অর্থ ত্রাণ বিষয়ক পরিকল্পনা কার্যকর করা এবং বাসভবনের মেরামত করায় ব্যবহৃত হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|