v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-16 16:21:21    
"লুনসন" নামক চীনের তৈরী " সি পি ইউ" আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা সম্ভব হবে

cri
    বর্তমানে তথ্য প্রযুক্তির ক্রামগত উন্নয়নের সঙ্গে সঙ্গে কম্পিউটার এবং মোবাইল ফোনসহ হাইটেক পণ্য সার্বিকভাবে ব্যবহৃত হচ্ছে । যেমন, লেখাপড়া এবং সাধারণ জীবনযাপনসহ বিভিন্ন ক্ষেত্রে নানা ধরণের বৈজ্ঞানিক পণ্য মানুষের নিত্যদিনের কাজে লাগছে। তবে এসব হাইটেক পণ্য সম্পর্কিত গবেষণা ক্ষেত্রের সর্বোচ্চ ক্ষমতাধর প্রযুক্তি অর্জনে আমেরিকা ও ইউরোপসহ উন্নত দেশসমূহ সক্ষম হয়েছে। উল্লেখ্য যে, " ইঞ্জিন" নামক হাইটেক পণ্যগুলোর সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট সংক্ষিপ্ত ' সি পি ইউ' মাত্র যুক্তরাষ্ট্র এবং জাপানসহ বেশ কয়েকটি দেশ নির্মাণ করতে সক্ষম । " সি পি ইউ" হচ্ছে কম্পিউটারের যে অংশ যন্ত্রের গাণিতিক ও যৌক্তিক প্রক্রিয়া নিয়ন্ত্রণসহ গৃহীত কার্যক্রমের নির্দেশাবলী বহন করে।

    ২০০১ সাল থেকে চীন লুনসন সি পি ইউর গবেষণার কাজ শুরু করে। ২০০২ সালে সাফল্যের সঙ্গে লুনসন এক নম্বর সি পি ইউ তৈরী করেছে বলে চীনের কম্পিউটারের ইতিহাসে শুধু বিদেশী তৈরী সি পি ইউ ব্যবহারের বিষয়টির ইতি ঘটেছে। এর পর, চীন অব্যাহতভাবে লুনসন দুই নাম্বর সি পি ইউর ওপর গবেষণার চালাতে থাকে । এখন, লুনসন দুই নম্বর সি পি ইউর মধ্যে "দুই ই" নামক সি পি ইউর ব্যাপক ব্যবসায়ীকভাবে উত্পাদন করা হচ্ছে। একই সঙ্গে তা বিশ্বের ট্রানজিস্টার ক্ষেত্রের বিখ্যাত নির্মানকারী কারখান----ফ্রান্স ও ইতালির ট্রানজিস্টার কোম্পানি সম্মিলিতভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। লুনসন দুই ই সি পি ইউর আন্তর্জাতিক বাজারে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।

    লুনসন সংক্রান্ত ব্যাপক সি পি ইউর গবেষণার দায়িত্ব চীনের বৈজ্ঞানিক বিভাগের প্রযুক্তি গণনা গবেষণা বিষয়ক সংস্থা বহন করেছে। এর সব গবেষণার খরচও চীন সরকারকে বহন করতে হয়েছে। ২০০৫ সাল থেকে এ সংস্থা লুনসন দুই ই সি পি ইউ গবেষণার কাজ শুরু করে। এ ক্ষেত্রের একজন প্রধান কর্মকর্তা হু ওয়েই উ ব্যাখ্যা করেছেন যে," লুনসন দুই ই সি পি ইউর গবেষণা বিশ্বের অত্যাধুনিক মানে দাঁড়িয়েছে। এটি হলো একটি উচ্চতর বৈজ্ঞানিক পণ্য। তা প্রতি সেকেন্ডে প্রায় ৪ বিলিয়ান বার কাজে লাগানো হয়।এমন কি, তার জ্বালানীসম্পদ সাশ্রয় ক্ষেত্রে অবদান অনেক বেশি। এখন তা পাইকারিভাবে উত্পাদনের বিষয়টি সম্পন্ন করেছে।"

    লুনসন দুই ই সি পি ইউ চীনের কিছু কিছু সংশ্লিষ্ট কোম্পানির কম্পিউটারে ব্যবহৃত হয়েছে। এ সি পি ইউ দ্বারা তৈরী কম্পিউটারের দাম মাত্র ১ হাজার ৫৯৯ ইউয়ান। তবে এর সবচে' গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ ধরণের কম্পিউটার খুবই হালকা। তার মোট পরিমান শুধু সাধারণত কম্পিউটারের দশ ভাগের এক অংশ। এ ধরণের কম্পিউটার তৈরীকারী কারখানা----চীনের চিয়াং সু প্রদেশের চুং কে লুং মেং বৈজ্ঞানিক লিমিটেড কোম্পানির প্রযুক্তি বিষয়ক তত্ত্বাবধান বিভাগের একজন প্রধান কর্মকর্তা হু মিং ছাং বলেছেন:" এ কম্পিউটার সাধারণত অফিসে ব্যবহার এবং ভিডিও গেমস উপভোগসহ নানা ধরণের পদ্ধতি সঠিকভাবে চালাতে সক্ষম ।যেমন, ইন্টারনেটে ইমেইল পাঠানো, গান শোনা এবং টেলিভিশন দলিলপত্র সব দেখা যায়।

    চীনের বৈজ্ঞানিক বিভাগের প্রযুক্তি গবেষণা কেন্দ্রের প্রধান লি কুও চিয়ে মনে করেন, লুনসন দু ই সি পি ইউর গবেষণা ও ব্যবহারের প্রক্রিয়া থেকে বুঝা যায় যে, চীনের বৈজ্ঞানিক শিল্পের প্রযুক্তি গবেষণার সংশ্লিষ্ট সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জিত হয়েছে। এটি চীন এবং বিশ্বের হাইটেক পণ্যগুলোর উন্নয়নের জন্য অনেক সহায়ক হয়েছে। তিনি বলেছেন:" চলমান ব্যক্তিগত কম্পিউটার গুরুত্বপূর্ণভাবে উচ্চ পর্যায়ের ভোক্তাদের চাহিদা পুরণ করেছে। তবে আমাদের উচিত নিম্ন আয়ভোগী পরিবারের জন্য ব্যক্তিগত কম্পিউটার গবেষণার বিষয়কে ত্বরান্বিত করা। ভবিষ্যতে লুনসন সি পি ইউ বিশ্বের সি পি ইউ বাজারের ক্ষেত্রে একটি নতুন যোগের সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে।"

    ফ্রান্স ও ইতালির ট্রানজিস্টার কোম্পানি হচ্ছে বিশ্বের বৈজ্ঞানিক পণ্যগুলোর গবেষণা ক্ষেত্রে একটি খুবই বিখ্যাত উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান । তার বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার । এ কোম্পানির উপপ্রধান গিয়া লুকা বের্টিনও বলেছেন, চীনের লুনসন দুই ই সি পি ইউ'র সঙ্গে এ কোম্পানির সংশ্লিষ্ট্র ক্ষেত্রের পণ্যগুলোর সুষ্ঠু পারস্পরিক উপকারিতামূলক সম্পর্ক রয়েছে। তিনি বলেছেন:" চীনের বৈজ্ঞানিক বিভাগের প্রযুক্তি গবেষণা বিষয়ক কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করার ব্যাপারে ফ্রান্স ও ইতালির ট্রানজিস্টার কোম্পানি খুবই আনন্দ বোধ করে। আমরা যে যন্ত্রাংশ এবং আধুনিক প্রযুক্তিসহ চীনের লুনসন সি পি ইউ'র উত্পাদন ক্ষেত্রে ব্যবহার করতে ইচ্ছুক।তা তৈরীতে দু'পক্ষই খুবই সুষ্ঠু সহযোগিতার অংশীদার হিসেবে সফলতা অর্জনে সক্ষম হবে।"