রাশিয়ার সাংবাদিক দল চীনের শ্রেষ্ঠ গ্রাম নামে একটি গ্রাম--চিয়াং সু প্রদেশের হুয়ান ইন শহরের হুয়া সি গ্রামে গিয়ে সাক্ষাত্কার নিয়েছে । সাক্ষাত্কার দলের একমাত্র কৃষি পত্রিকা " রাশিয়ার কান্ট্রি লাইফ পত্রিকার" সাংবাদিক খাসান কাগেরমানোভ পৌঁছার পর চীনের নতুন গ্রামের নির্মাণ সম্পর্কে জানতে খুবই আগ্রহী ।
চীনা-রাশিয়া মৈত্রী যাত্রার চীন সফরের রাশিয়া সংবাদিক দলে "কান্ট্রি লাইফ পত্রিকার" সাবংদাকি খাসান সবচেয়ে বেশি প্রশ্ন করেছে , কারণ প্রত্যেক বার সংবাদ সম্মেলনে খাসান নিশ্চয়ই প্রশ্ন করে । তবে তার প্রশ্ন সবসময় একটি , তা হল :চীনের গ্রামের নির্মাণ । এবার খাসান ১৫০০টি পত্রিকা সঙ্গে নিয়ে চীনে এসেছে । প্রত্যেক জায়গায় গিয়ে সে "কান্ট্রি লাইফ পত্রিকা" সবাইকে বিতরণ করে এবং সবাইকে নিজের পত্রিকার পরিচয় দেয় । কৃষি বিষয়ে খুব জানতে চেয়েছে বলে খাসান চীনের গ্রামীণ অবস্থার একটি প্রতিনিধিত্ব গ্রামে যাওয়ার অনুরোধ জানিয়েছে ।
তাই চীন-রাশিয়া মৈত্রী যাত্রার চীন সফরের সাংবাদিক দল চিয়াং সু প্রদেশের হুয়া সি গ্রামে গিয়েছে । দুপুরে সাংবাদিকরা কৃষকদের ভিলায় গিয়ে স্থানীয় বৈশিষ্টময় খাবার খাবার সময় খাসান এ সুযোগে ভিলার মালিকের সাক্ষাত্কার নিয়েছে । এ কৃষক ও তার ভিলা খাসানকে অবাক করেছে । খাসান বলেছে :
রাশিয়ায় এ ধরনের ভালো বাড়িঘর হল প্রত্যেক ব্যবসায়ী অথবা কৃষকদের স্বপ্ন । এ ভিলার মালিক অর্থনীতি সম্পর্কে খুব ভালো জানে । তার খুব বিস্তারিত এক উন্নয়ন পরিকল্পনা আছে । ঠিক এসব লোকদের কাধে চীনের কৃষি উন্নয়নের আশা বহন করা আশাব্যাংজক ।
যদিও শুধু একদিনের সাক্ষাত্কারের সময় আছে , তবে হুয়া সি গ্রামে লোকজনের জীবন খাসানের মনে গভীর ছাপ ফেলেছে । খাসান বলেছে :
এ স্থানটি আমার হৃদয়ে গভীর ছাপ ফেলেছে । এখানে সব জায়গায় নতুন ভবন দেখা যায় , এখানের শিল্পও খুব উন্নত । এ গ্রামে কৃষকদের অবসরভাতাও আছে , চীনের অন্য গ্রামে এ ব্যবস্থা নেই । এ গ্রামে শ্রমিকরা শিল্প প্রতিষ্ঠানে কাজ করে । তাদের বেতন চীনে অথবা রাশিয়ায় চেয়ে বেশি বলা যায় ।
রাত দশটায় খাসান হুয়া সি গ্রামের পার্টির সম্পদাক উ সিয়ে এনের সাক্ষাত্কার শেষ করেছে । খাসান বলেছে :
তারা এ গ্রামের জন্য খুব উপযোগী একটি উন্নয়নের পথ খুঁজে পেয়েছে । তা হল প্রথমে শিল্পের উন্নয়ন করা , শিল্পের উন্নয়নে পাওয়া মুনাফা কৃষি ক্ষেত্রে বরাদ্দ দেয়া । এ গ্রামের পার্টির সম্পাদক একই সঙ্গে হুয়া সি গ্রামের হুয়া সি গ্রুপের প্রধানের দায়িত্বও পালন করেন । এমন ব্যবস্থা খুব কার্যকর । কারণ কিছু সিদ্ধান্ত তিনি খুব সরাসরি এবং তাড়াতাড়ি নিতে পারেন । এ গ্রামের পার্টির সম্পাদকের পিতাও হুয়া সি গ্রামের প্রধান ছিলেন । তাঁরা দু'জনই খুব বিবেকবান মানুষ এবং খুব পরিশ্রমী । তাঁরা হুয়া সি গ্রামের উন্নয়নের জন্য নিরলস প্রচেস্টা চালিয়েছেন । আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হল হুয়া সি গ্রামের সাফল্যের অভিজ্ঞতাকে সারা দেশে জনপ্রিয় করা । আমরা রাশিয়ান হুয়া সি গ্রামের উন্নয়নের অভিজ্ঞতা শিখতে পারি । এমন উন্নত অভিজ্ঞতা আমাদের জন্য খুব সহায়ক হবে ।
খাসান রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের গ্রামে জন্মগ্রহণ করেছেন । বিশ্ববিদ্যালয়ে তিনি কৃষি বিষয়ে পড়েছেন । স্নাতক হওয়ার পর তিনি মস্কোয় গিয়ে কৃষি সম্পর্কিত কাজ করেন । তাই সবসময় তার সঙ্গে ভূমি ও কৃষকের সঙ্গে গভীর অনুভূতি আছে । এক মাসের সাক্ষাত্কারে খাসান দেখেছে যে চীনের পশ্চিমাঞ্চলের গ্রাম পূর্বাঞ্চলের গ্রামের চেয়ে ততটা উন্নত নয় । সে মনে করে হুয়া সি গ্রামের অভিজ্ঞতাকে সারা দেশে জনপ্রিয় করতে হবে । সে বলেছে :
আমার প্রস্তাব হল হুয়া সি গ্রামের সাফল্যের অভিজ্ঞতাকে চীনের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় করা । আমার আরেকটি প্রস্তাব হল কৃষকদেরকে অবসরভাতা দেয়া । চীনের উচিত এখন থেকে এমন পার্থক্য কমিয়ে আনা, চীনের এ সামর্থ আছে । কারণ , চীনে খুব আধুনিক একটি শিল্প ব্যবস্থা আছে ।
|