চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা ১৫ জুলাই আঞ্চলিক রাজধানী লাসায় বলেছেন , তিব্বতের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও নির্মাণ কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে একটি পরিকল্পনা অনুসারে চীন সরকার ২০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করে তিব্বত মালভূমির জাতীয় পর্যায়ের প্রাকৃতিক নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করবে ।
" তিব্বত মালভূমির জাতীয় পর্যায়ের প্রাকৃতিক নিরাপত্তা বেষ্টনী সংরক্ষণ ও নির্মাণ সংক্রান্ত মহাপরিকল্পনাটি" ২০০৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ব্যাপ্ত হবে । এ মহাপরিকল্পনা অনুসারে প্রাকৃতিক সংরক্ষণ এলাকাগুলো ও প্রাকৃতিক বন ও ঘাস সংরক্ষণ , অবনত হয়ে যাওয়া তৃণভূমি ও জংগল পুনরুদ্ধার , মরুকরণ ও ভৌগোলিক বিপর্যয় রোধ এবং ক্ষতিকর কীট-পতংগের দুর্যোগ প্রতিরোধসহ দশ বারোটি ধারাবাহিক প্রকল্প বাস্তবায়ন করা হবে ।
উল্লেখ্য যে , তিব্বত মালভূমি হচ্ছে চীনের ছিং হাই-তিব্বত মালভূমির প্রধান অংগ । এটি পৃথিবীর ছাদ ও তৃতীয় মেরু বলে পরিচিত । তিব্বত মালভূমি হচ্ছে বিশ্বের বিভিন্ন জীবের জীনের ভান্ডার ও জীবের বহুমুখীনতা সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ।
|