v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-13 21:27:53    
দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ায় তার প্রথম চালানে ৬২০০ টন ভাড়ী তেল পাঠিয়েছে

cri

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ১২ জুলাই পেইচিংয়ে বলেছেন, কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠকের প্রতিনিধি দলের নেতৃ পর্যায়ের সম্মেলন ১৮ ও ১৯ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ছ'পক্ষীয় বৈঠকের "১৩ ফেব্রুয়ারীর " চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ায় তার প্রথম চালানে ৬২০০ টন ভাড়ী তেল পাঠিয়েছে। জনমত হচ্ছে যে, এটি হলো কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

    ছ'পক্ষীয় বৈঠকের "১৩ ফেব্রুয়ারীর " চুক্তির বিষয় অনুযায়ী, উত্তর কোরিয়ার উচিত ইয়াংবিয়ংয়ের পরমাণু স্থাপনাগুলো বন্ধ করা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা উত্তর কোরিয়ার পুনরায় আলোচনায় ফিরে আসার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত উত্তর কোরিয়াকে যথাসাধ্য সহায়তা দেয়া। তবে এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে সংশ্লিষ্ট ক্ষতি পূরণ দেয়ার জন্য মোট ৫০ হাজার টন ভাড়ী তেল উত্তর কোরিয়ায় পাঠাবে। এ জন্য ১২ জুলাই থেকে উত্তর কোরিয়ায় প্রথম চালানে ৬২০০ টন ভাড়ী তেল পাঠিয়েছে। ১৪ জুলাই এসব ভাড়ী তেল উত্তর কোরিয়ার সেওনবোভ্ বন্দরে পৌঁছাতে হবে বলে অনুমান করা হচ্ছে। দু'পক্ষের সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী, ১ অক্টোবরের মধ্যে বার্কী সব ভাড়ী তেল উত্তর কোরিয়ায় পাঠানো সম্পন্ন হবে।

    ম্যাকাও ডেল্টা এশিয়া ব্যাংকের উত্তর কোরিয়ার অর্থ স্থানান্তর সংক্রান্ত সমস্যা সমাধানের পর, সম্প্রতি উত্তর কোরিয়া " যৌথ দলিলপত্রের " বিষয়টি প্রণয়নের জন্য সংশ্লিষ্ট পদক্ষেপ নিয়েছে। ২১ জুন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন পক্ষের প্রতিনিধি দলের প্রধান ক্রিস্টোফার হিল উত্তর কোরিয়া সফর করেছেন। দু'পক্ষ ছ'পক্ষীয় বৈঠকের "১৩ ফেব্রুয়ারীর " চুক্তির বিষয় ভালভাবে প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের প্রতিনিধি দলের নেতৃ ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজনের ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে। ভাড়ী তেল পাঠানোর ব্যাপারে দক্ষিণ কোরিয়া নিজের নমনীয়তাও প্রকাশ করেছে। ৬ জুলাই উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া দ্রুতভাবে ত্বরান্বিত করার জন্য উত্তর কোরিয়ায় পাঠানো ৫০ হাজার ভাড়ী তেলের মধ্যে প্রথম চালানে ৬২০০ টন ভাড়ী তেল প্রাপ্তির পর ইয়ংবিয়ংয়ের পরমাণু স্থাপনাগুলোকে বন্ধ করবে বলে অনুমান করা হচ্ছে।

    জানা গেছে, উত্তর কোরিয়ার আমন্ত্রণে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিনিধি দল সেদেশটি সফর করেছে। দু'পক্ষ ইয়ংবিয়ং পরমাণু স্থাপনাগুলো বন্ধকরার ব্যাপারে সংশ্লিষ্ট পরীক্ষা পদ্ধতির আলোচনায় মতৈক্যে পৌঁছেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালোক মোহামেদ আল বারাদেই ১২ জুলাই সিউলে উত্তর কোরিয়ার ইয়ংবিয়ং পরমাণু স্থাপনাগুলো বন্ধ করার বিষয়টিতে সন্তোষ প্রকাশ করেছেন।

    সংশ্লিষ্ট একজন বিশ্লেষক মনে করেন, পরমাণু স্থাপনাগুলো বন্ধ করার প্রাথমিক ব্যাপারে উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট নীতির পরিবর্তন করা সম্ভব হবে না। ছ'পক্ষীয় বৈঠক একটি নতুন পর্যায়ে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিং কাং ১২ জুলাই পেইচিংয়ে বলেছেন, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ একমত হয়েছে যে, কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠকের প্রতিনিধি দলের নেতৃ পর্যায়ের সম্মেলন ১৮ ও ১৯ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। যাতে এ সময় সংশ্লিষ্ট বিষয় ভালভাবে আলোচনা করা যায়।তিনি আরো বলেছেন, এ সম্মেলনে আরো অগ্রগতি অর্জনের জন্য চীন সংশ্লিষ্টি বিভিন্ন পক্ষের সঙ্গে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।

    যুক্তরাষ্ট্র , দক্ষিণ কোরিয়া এবং রাশিয়াসহ বিভিন্ন দেশ এবারের ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠকের প্রতিনিধি দলের নেতৃ পর্যায়ের সম্মেলনআয়োজনকে স্বাগত জানিয়েছে। ১১ জুলাই হিল ওয়াশিংটনে বলেছেন, এবারের নেতৃ পর্যায়ের সম্মেলনে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ নির্দিষ্ট কর্মসূচী নির্ধারণ করবে বলে আশা প্রকাশ করেছে।