v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-13 21:13:50    
মেক্সিকো

cri

    মেক্সিকোর আয়তন ১৯.৬৪৩৭৫ লাখ বর্গকিলোমিটার। এটি হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহতত্তম দেশ এবং মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। দেশটি উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চল এবং লাটিন আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। তা হচ্ছে দক্ষিণ ও উত্তর আমেরিকার স্থল পরিবহন ক্ষেত্রে চলাচলের প্রয়োজনীয় স্থান। এ জন্য তার একটি বিখ্যাত নাম হলো " স্থল সেতু" । দেশটির উত্তর দিকে যুক্তরাষ্ট্র , দক্ষিণ দিকে গুয়াতেমালা ও বেলিজি, পূর্ব দিকে মেক্সিকো উপসাগর ও ক্যারীয় সাগর এবং পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর ও গারিফোর্নিয়া উপসাগর। দেশটির তটরেখা মোট ১১ হাজার ১২২ কিলোমিটার। এর মধ্যে প্রশান্ত মহাসাগরের তটরেখা ৭ হাজার ৮২৮ কিলোমিটার , মেক্সিকো উপসাগর এবং ক্যারিবিয় তটরেখা দুটিই ৩ হাজার ২৯৪ কিলোমিটার করে।

    দেশটির লোকসংখ্যা ১০.৬ কোটি । সরকারী ভাষা স্প্যানিশ । রাজধানি মেক্সিকো শহর। এর আয়তন ১ হাজার ৫২৫ বর্গকিলোমিটার। লোকসংখ্যা ২০ লাখেরও বেশি।

    মেক্সিকো হচ্ছে ল্যাটিন আমেরিকা দেশগুলোর মধ্যে একটি বৃহত্তম অর্থনৈতিক দেশ। জি.ডি.পির মোট পরিমাণ ল্যাটিন আমেরিকা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। দেশটির প্রাকৃতিক সম্পদ প্রচুর, লোহা, রৌপ্য, নিওডিবিয়াম, তামা, সোনা, হীরা, তেল, প্রাকৃতিক গ্যাস এবং কাঠ ইত্যাদি। প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমান মোট ৭০ বিলিয়ন কিউবিকমিটার। এ জন্য মেক্সিকো হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে তেল উত্পাদনকারী ও রপ্তানীকৃত ক্ষেত্রের সর্বোচ্চ দেশ । বনের আয়তন ৬.৪ কোটি হেকটর। এটি সারা দেশের আয়তনের ২৩.৩ শতাংশ । দেশটির পানিসম্পদও প্রচুর। মোট ২০ লাখ হেকটর মিঠা পানি আছে।

    সাম্প্রতিক বছরগুলোতে, মেক্সিকো তেল শিল্প প্রতিষ্ঠা করেছে। দেশটির অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নত হয়েছে। বর্তমানে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে মেক্সিকোর দ্রুত অর্থনীতির বৃদ্ধি হার বজায় রয়েছে। ২০০৫ সালে দেশটির জি.ডি.পির পরিমাণ ছিলো মোট ২৬.৫ বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ৭৬৮.৬ মার্কিন ডলার।

    চীনের সঙ্গে মেক্সিকোর বন্ধুত্বপূর্ণ বিনিময় সুদীর্ঘকালের। ৫ম শতাব্দীতে চীনের বৌদ্ধ ধর্ম মেক্সিকোসহ নানা ল্যাটিন আমেরিকা দেশগুলোয় পৌঁছায় । ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারী চীনের সঙ্গে মেক্সিকোর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় । ১৯৯৭ সালে সাবেক প্রেসিডেন্ট চিয়াং জে মিন মেক্সিকোয় রাষ্ট্রীয় সফর করেন। ২০০১ সালে মেক্সিকোর প্রেসিডেন্ট ভিনসেন্ট ফোক্স দু'বার চীনে সফর করেন। ২০০৩ সালের ডিসেম্বর মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও মেক্সিকো আনুষ্ঠানিকভাবে সফর করেন। ২০০৫ সালের মে মাসে চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন মেক্সিকো সফর করেন। ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও রাষ্ট্রীয়ভাবে মেক্সিকো সফর করেন।