১৩ জুলাই প্রকাশিত চীনের পূর্ত মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী , চীনের মূলভূভাগ, পেইচিং , শাংহাই ও কুয়াংচৌসহ ১০টি শহরে মোট ৬০২ কিলোমিটার দীর্ঘ পাতাল রেলপথ ও মনোরেল চালু হয়েছে ।
পরবর্তী দশ বারো বছরের মধ্যে চীনের শহরগুলোতে পাতাল রেলপথ ও মনোরেলের দৈর্ঘ্য ১ হাজার ৭ শো কিলোমিটারে দাঁড়াবে । এই ক্ষেত্রে ৬২০ বিলিয়ন রেনমিনপি অর্থ বরাদ্দ করা হবে ।
পূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা লি তুং স্যু পেইচিংয়ে সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , চীনে শহরগুলোতে মনোরেলসহ জনগণের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সংক্রান্ত একটি অভিযান চালানো হচ্ছে । এই কার্যক্রম চালু হওয়ায় পুঁজি বিনিয়োগের জন্য বিদেশী পুঁজিসহ বিভিন্ন ক্ষেত্রকে উত্সাহ দেয়া হবে । (থান ইয়াও খাং)
|