২০০৭ সালের পেইচিং আন্তর্জাতিক শিক্ষা প্রদর্শনী ১৩ জুলাই পেইচিংয়ে শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়াসহ ত্রিশটিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় চার শোটি শিক্ষা প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে।
জানা গেছে, এবারের প্রদর্শনী তিন দিনব্যাপী। প্রদর্শনীর বিষয় হলো উন্মুক্ত, সহযোগিতা ও উন্নয়ন। আন্তর্জাতিক শিক্ষা প্রদর্শনী, আন্তর্জাতিক পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদর্শনী, অলিম্পিক শিক্ষার ফলাফল প্রদর্শনী এবং আন্তর্জাতিক ভাষা জনপ্রিয় করা সংক্রান্ত বিষয় প্রদর্শনীতে স্থান পেয়েছে। তাছাড়া প্রদর্শনী অনুষ্ঠানের সময় উপাচার্য শীর্ষ সম্মেলন এবং চীন ও বিদেশের শিক্ষা ক্ষেত্রের সহযোগিতা প্রকল্পের বিনিময়সহ কয়েকটি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচীও অনুষ্ঠিত হবে।
(পান্না)
|