তিব্বতের নাথুলা পাসে চীন-ভারত সীমান্ত বাণিজ্যিক পথ খোলার প্রথম বছরে আমদানী ও রপ্তানীর মোট মূল্য প্রায় ২০ লাখ ইউয়ান রেন মিন পি হয়েছে ।
সম্প্রতি চীন ও ভারতের সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা, সীমান্ত এলাকার ব্যবসায়ী ও অধিবাসীসহ কয়েক শো লোক তিব্বতের নাথুলা পাসে অবস্থিত রেনছিংকান চীন-ভারত সীমান্ত বাণিজ্যিক বাজারে শোভাযাত্রা করে বাজার খোলার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তরিকভাবে বৈঠক আয়োজন ও মত বিনিময় করেছেন ।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের এক খবরে জানা গেছে, নাথুলা পাস বাণিজ্যিক পথ এবং রেনছিংকান সীমান্ত বাণিজ্যিক বাজার দু'দেশের সম্মিলিত প্রচেষ্টায় এক বছর চলার মাধ্যমে সুষ্ঠুভাবে উন্নত হয়েছে । দু'পক্ষের বাণিজ্যিক মূল্য ধীরে ধীরে সম্প্রসারিত হয়েছে, আমদানী ও রপ্তানীর মূল্যও অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে । তা অনেক সাফল্যও অর্জন করেছে ।
নাথুলা পাস বাণিজ্যিক পথ ও সীমান্ত বাণিজ্যিক বাজার খোলার আগে তিব্বত ও ভারতের সঙ্গে অধিকাংশ বাণিজ্যিক পণ্যদ্রব্য চীনের উত্তরাঞ্চলের থিয়েনচিন বন্দরের মাধ্যমে বিনিময় করা হয় । এ বাজার ও পথ পুনরায় খোলার পর দু'পক্ষের পণ্যদ্রব্য পরিবহনের সময় ও খরচ অনেক কমে গেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|