v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-13 13:49:48    
কৃষি কর্মের সেবায় চীনের রসায়ন শিল্প গোষ্ঠী

cri
    গত কয়েক বছর ধরে চীনের বৃহত্তম রাসায়নিক সার শিল্প প্রতিষ্ঠান ও চীনের রসায়ন শিল্প গোষ্ঠীর অধীনস্থ চীনের রাসায়নিক সার কোম্পানি রাসায়নিক সারসহ কৃষি কর্মের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট পরিসেবা কাজকর্মে নিয়োজিত রয়েছে । চীনের বিভিন্ন অঞ্চলে এই কোম্পানির বেশ কিছু শাখা গড়ে তোলা হয়েছে । এই কোম্পানির উদ্যোগে সারা দেশে কৃষি কর্মের পরিসেবা ও রাসায়নিক সার সরবরাহ বিষয়ক আদর্শ গ্রাম নামে একটি অভিযান চালানো হচ্ছে । এ পর্যন্ত চীনের শাংতুং , হোপেই , হোনান , হুপেই , হুনান , হাইনান , হেইলুংচিয়াংসহ বিভিন্ন প্রদেশে ২ শো এই ধরনের আদর্শ গ্রাম প্রতিষ্ঠিত হয়েছে ।

    ২০০৬ সালে এই কোম্পানির রাসায়নিক সার বিক্রির পরিমাণ ১.২ কোটি টন ছাড়িয়ে গেছে । কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতিতে সার ব্যবহার , কৃষি উত্পাদনের খরচ কমানো এবং ফসলের উত্পাদনের পরিমাণ ও উত্কৃষ্টতা বাড়ানোর জন্য এই কোম্পানি যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছে । কৃষকদের কাছে এই কোম্পানি কৃষি কর্মের পরিসেবা ও রাসায়নিক সার সরবরাহ বিষয়ক একটি বিশ্বাসযোগ্য বন্ধু হয়ে দাঁড়িয়েছে ।

    এক দিন সকালে শাংতুং প্রদেশের ছাংশান জেলার সিনচিয়া গ্রামের গ্রামবাসীরা গ্রামের তরমুজ বাজারে মিলিত হন । চীনের রসায়ন শিল্প গোষ্ঠীর রাসায়নিক সার কোম্পানির উদ্যোগে গ্রামবাসীদের কাছে গ্রামের মাটির গুণগত মান সংক্রান্ত একটি জরীপের রিপোর্ট বিলি করা হয় । কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের কাছে মাটির বৈশিষ্ট্য অনুসারে সার দেয়ার পদ্ধতি সম্পর্কে উপদেশ দেন এবং তা নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের উত্তর দেন ।

    গ্রামবাসী ছুই ছেং ছিয়ান মাটি পরীক্ষা-নিরীক্ষার ফলাফল নিয়ে বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করেন ।

    বিশেষজ্ঞগণ বলেন , তার জমিতে পর্যাপ্ত নাইট্রোজেন , ফসফরাস ও পটাসিয়াম রয়েছে । প্রতি একর জমিতে ৩০ থেকে ৬০ কিলোগ্রাম ইউরিয়া দিলে চলে।

    চীনের কৃষি বিজ্ঞান একাডেমীর প্রফেসার লিন চি স্যুন সংবাদদাতাকে বলেছেন , মাটির পুষ্টি ও পুষ্টির পরিমাণ নিয়ে জরীপ চালানো খুব প্রয়োজন । কৃষি জমিতে কোন কোন ফসল চাষ করা হবে এবং ফসলের উত্পাদনের পরিমাণ কত কিলোগ্রামে দাঁড়াবে , এর ভিত্তিতে বিবিধ সার ও সার ব্যবহারের পরিমাণ নির্ধারণ করা হবে ।

    রাসায়নিক সার প্রয়োগ ও কৃষি পরীক্ষা নিরীক্ষার দিক থেকে চীনে সিনচিয়া গ্রাম এম একটি গ্রাম , যে গ্রাম চীনের রসায়ন শিল্প ও রাসায়নিক সার কোম্পানির উদ্যোগে প্রতিষ্ঠিত ২০০টি গ্রামের অন্যতম । চীনের রাষ্ট্রীয় রাসায়নিক সার কোম্পানির উদ্যোগে প্রতিষ্ঠিত এ সব গ্রামে কৃষি ও রাসায়নিক সার বিষয়ক জ্ঞান প্রচার এবং তাকে জনপ্রিয় করে তোলার প্রচেষ্টা চালানো হয়েছে ।

    প্রতি বছর বসন্ত ও শরত্কালীন ফসল চাষ করার সময় কৃষকদের চাষাবাদ ও সার প্রয়োগের প্রযুক্তি শেখানোর জন্য চীনের রাষ্ট্রীয় রাসায়নিক সার কোম্পানি অভিজ্ঞ কৃষি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানায় ।

    মাটির উর্বরতা জানার ভিত্তিতে কৃষকরা সার দেয়ার সঠিক পদ্ধতি নিয়ন্ত্রণ করে ।

    চীনের রাষ্ট্রীয় রাসায়নিক সার কোম্পানির জেনারেল ম্যানেজার তু কে পিং বলেন , কৃষকদের জীবনযাপন মাটির উপর নির্ভর করে । কিন্তু এর আগে কৃষকরা মাটির গুণগত মান সম্পর্কে বেশি জানতেন না । তারা পূর্বপুরুষদের অভিজ্ঞতার ওপর নির্ভর করে চাষ করতেন । বর্তমানে কোম্পানিটি এই সব গ্রামের কৃষকদের জমির জন্য সার ব্যবহারের পরামর্শ দিচ্ছে । কৃষকরা সবাই বৈজ্ঞানিক পদ্ধতিতে সার প্রয়োগ করছেন ।

    চীনের ঐতিহ্যবাহী কৃষি উত্পাদনে কৃষকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সার ব্যবহারের জ্ঞানের অভাবের দরুণ রাসায়নিক সার প্রয়োগের হার ৩০ শতাংশেরও কম । ফলে উত্পাদনের খরচ বেড়ে গেছে , জমির উর্বরতা নষ্ট হয়েছে এবং পরিবেশ দূষণযুক্ত হয়েছে ।

    চীনের রাষ্ট্রীয় রাসায়নিক সার কোম্পানি জমির উর্বরতা জরীপের মাধ্যমে কৃষকদের ব্যয় কমানো ও উত্পাদনের পরিমাণ বাড়ানো , বৈজ্ঞানিক পদ্ধতিতে সার প্রয়োগ এবং পরিবেশের দূষণ বিমোচনজনিত সমস্যা নিষ্পত্তি করেছে । জমির উর্বরতা জরীপের মাধ্যমে কৃষি কাজে সার প্রয়োগের প্রযুক্তিকে প্রকৃতভাবে কাজে লাগানো হয়েছে ।

    খবরে প্রকাশ , সিংচিয়া গ্রামের মতো বেশ কিছু গ্রামে ধান , ভুট্টা , গম , তরমুজ , শাক-সবজি চাষের জন্য সুষ্ঠুভাবে জমির উর্বরতা জরীপের ব্যবস্থা জোরদার হবে এবং এর ভিত্তিতে ভিন্ন মাটির ওপর ভিন্ন সার দেয়ার পদ্ধতি প্রয়োগ করা হবে । এই কাজকে জনপ্রিয় করে তোলার পর দেশের আরো বেশি কৃষকরা উপকৃত হবেন ।

    চীনের বৃহত্তম রাসায়নিক সার সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে চীনের রাষ্ট্রীয় রাসায়নিক সার কোম্পানি দেশের বিভিন্ন অঞ্চলে রাসায়নিক সার সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে । এই কোম্পানির উদ্যোগে চীনের বিভিন্ন অঞ্চলে মোট ১ হাজার ৩ শো ৭০টিরও বেশি শাখা গড়ে তোলা হয়েছে । এই সব শাখার মাধ্যমে চীনের ৮০ শতাংশ কৃষি জমিতে এই কোম্পানির রাসায়নিক সার কাজে লাগানো হচ্ছে ।

    নতুন গ্রামাঞ্চলের নির্মাণকাজ ত্বরান্বিত করার অন্যতম কর্তব্য হচ্ছে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা । চীনের রাষ্ট্রীয় রাসায়নিক সার কোম্পানির দায়িত্ব হল যেমন উত্কৃষ্ট রাসায়নিক সার সরবরাহ করা , তেমনি কৃষকদের সবচেয়ে প্রয়োজনীয় পরিসেবা যোগানো এবং কৃষকদের স্বচ্ছলতা ও কৃষি উন্নয়নের জন্য কর্মপ্রচেষ্টা চালানো ।

    দু কে পিং বলেছেন , বহু বছর ধরে চীনের রাষ্ট্রীয় রাসায়নিক সার কোম্পানি ব্যাপক কৃষকদের জন্য পরিসেবাকে যোগানো শিল্প প্রতিষ্ঠানের একটি দায়িত্ব বলে মনে করে আসছে । তারা কৃষকদের বিশ্বাসযোগ্য কৃষি পরিসেবার বিশেষজ্ঞে পরিণত হয়েছে ।

    কৃষি কাজ ও সার প্রয়োগের জ্ঞান আরো ভালভাবে প্রচার ও জনপ্রিয় করে তোলার জন্য চীনের রাষ্ট্রীয় বেতারেও এ সম্পর্কিত বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয় । এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে সংশ্লিষ্ট জ্ঞান পাওয়া যায় ।