শানতোং প্রদেশের শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান ব্যুরো সূত্রে জানা গেছে, এ পর্যন্ত শানতোং প্রদেশে মোট ১ কোটি ৬ লাখ ৭০ হাজার কৃষক গ্রামাঞ্চলের বার্ধক্য বীমায় অংশ নিয়েছেন। এদের মধ্যে ৬ লাখ ৮০ হাজার কৃষক অবসর ভাতা পেয়েছেন।
*এ বছর থেকে চীন ৪০ কোটি ইউয়ান রেনমিনপি মূল্যের বিশেষ পুঁজি বিনিয়োগ করে পশ্চিমাঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের গ্রামাঞ্চলের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ডর্মিটরি ক্লাসে রুপান্তর করছে। যাতে ছাত্রছাত্রীদের স্কুলে থাকার হার বাড়ানো যায়।
খবরে জানা গেছে, এ কিস্তি বিশেষ পুঁজির মাধ্যমে সিনচিয়াংয়ের ৩০টি জেলার গ্রামাঞ্চলের সাধারণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য ডর্মিটরি, খাবার ঘর, স্নানাগার তৈরী করা হচ্ছে।
*১৯৯৪ সালে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত তিব্বত সংক্রান্ত তৃতীয় আলোচনা সভা আয়োজনের পর থেকে তিব্বতকে সাহায্য দেয়া চীনের পুঁজির পরিমান প্রায় ৬৪০ কোটি ইউয়ান রেনমিনপি। ফলে তিব্বতের উন্নয়নের ইতিবাচক দিক সৃষ্টি হয়েছে।
*গ্রামাঞ্চলের মহিলাদেরকে গুণগত মান বাড়ানোর জন্যে হোপেই প্রদেশের পাওতিং শহর সাম্প্রতিক বছরগুলোতে পুঁজি দিয়ে গ্রামাঞ্চলের শ্রেষ্ঠ নারীদের বিশ্ব বিদ্যালয়ে প্রবেশের সুযোগ করে দিয়েছে।
বৈজ্ঞানিক জ্ঞানের অভাব অনেক গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে পাতে না। তাই পাওতিন শহরের নারী ফেডারেশন সংশ্লিষ্ট বিভাগের সমর্থনে ২০০০ সাল থেকে হোপেই কৃষি বিশ্ব বিদ্যালয়ে একটি নারী ক্লাস প্রতিষ্ঠা করেছে এবং বিশেষ করে গ্রামাঞ্চলের নারীদের এতে শিক্ষা দেয়া হচ্ছে।
|