v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-13 13:28:57    
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজী

cri

    নিকোলাস সারকোজী ১৯৫৫ সালের ২৮ জানুয়ারী প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি পৃথক পৃথকভাবে ইউনিভার্সিটি প্যারিস থেকে ১০ ও ইন্সটিটিউট ড'এটিউডেস পোলিটিক্স দে প্যারিসে লেখাপড়া করেন এবং আইন বিষয়ক স্নাতাকোত্তর ডিগ্রী লাভ করেন। এরপর তিনি একজন আইনজ্ঞ হিসেবে কাজ করেন।।

     ১৯৭৭ সালে মাত্র ২২ বছর বয়সে সারকোজী রাজনৈতিক অঙ্গণে প্রবেশ করেন। ১৯৮৩ সালে ২৮ বছর বয়সের সময় তিনি প্যারিসের উপকন্ঠে নাই শহরের মেয়র নির্বাচিত হন। তিনি ফ্রান্সের ইতিহাস সবচেয়ে তরুণ মেয়রে পরিণত হন। ১৯৯৮ সালে তিনি ফ্রান্সের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৩ সালে তিনি বাজেট মন্ত্রী ও সরকারের মুখপাত্র ছিলেন। ২০০২ সালের মে মাসে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন।

     ২০০৪ সালের ২৮ নভেম্বর তিনি ফ্রান্সের ইউনিয়ন পউর অন মুভমেন্ট পোপিউলারের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৪ সালের মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত তিনি ফ্রান্সের অর্থ ও শিল্প মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৫ সালের জুন মাসে তিনি পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন।

    ২০০৭ সালের জানুয়ারীর মধ্য দিকে তাঁর নেতৃত্বে ফ্রান্সের ক্ষমতাসীন পার্টি ইউনিয়ন পউর অন মুভমেন্ট পোপিউলারের সুপারিশে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। মার্চ মাসে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ত্যাগ করেন। সাবেক জ্যাক শিরাক প্রেসিডেন্ট নির্বাচন ত্যাগ করার পর তিনি ইউনিয়ন পউর অন মুভমেন্ট পোপিউলার

ছাড়াও শিরাকের সমর্থন পান। নির্বাচনে তিনি ফ্রান্সের কর্মচ্যুত ও জনসাধারণের জীবনযাত্রার মান গত সমস্যা মোকাবেলার ধারাবাহিক ব্যবস্থা উত্থাপন করেন। বৈদেশিক সম্পর্ক সম্বন্ধে তিনি বলেছেন, যথাশীঘ্র ফ্রান্সের র্সাভৌমত্বঞ্জ বৃহত্ দেশের অবস্থান সুরক্ষা করা উচিত। তাঁর বাস্তব ও কার্যকর নীতি ও প্রস্তাব ফ্রান্সের বেশির ভাগ ভোটদাতাদের সমর্থন পায়। শেষে তিনি প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন। ১৬ মে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তার পর্যকালের মেয়াদ পাঁচ বছর।

    তিনি শিল্প ও সাহিত্য পছন্দ করেন এবং কয়েকটি বিশ্ববিখ্যাত্ প্রবন্ধ লিখেছেন।

    তিনি দু'বার বিয়ে করেন। তাঁর তিন ছেলে মেয়ে রয়েছে।

    তিনি হলেন ফ্রান্সের ষষ্ঠ প্রেসিডেন্ট।