বর্তমানে চীনে বাড়িঘর নির্মানে যে জমি ব্যবহার করা হয় তা দ্রুতভাবে বেড়ে যাচ্ছে এবং অবৈধভাবে কৃষি জমি ব্যবহার রোধ করা যাচ্ছে না । এ পরিপ্রেক্ষিতে চীনের ভূমি সম্পদ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী স্যু শাওসি ১২ জুলাই পেইচিংয়ে বলেছেন , চীন অব্যাহতভাবে জমি তদারকীর কাজ জোরদার করবে ,অবৈধভাবে জমি ব্যবহারের মামলা কঠোরভাবে নিষ্পত্তি করবে এবং অবৈধ ব্যবহারের হাত থেকে জমি রক্ষা করবে ।
চীন জনসংখ্যা বহুল একটি দেশ । তার ভূমি সম্পদ খুব সীমিত । চীনের মাথা পিছু ভূমির আয়তন কেবল বিশ্বের গড়পরতার ৪০ শতাংশ । চীনের অর্থনীতির দ্রুতপ্রবৃদ্ধির পামাপাশি বিগত কয়েক বছরে বহু জমি বাড়িঘর নির্মান এলাকায় পরিণত হয়েছে । যার ফলে জমির আয়তন প্রতিবছরইকমে যাচ্ছে । অর্থনীতির অতিদ্রুতপ্রবৃদ্ধি রোধ করার এবং খাদ্যশস্যের নিরাপত্তা রক্ষা করার জন্য চীন সরকার ঘোষণা করেছে যে , জমি তদারকীর ক্ষেত্রে সবচেয়ে কড়া ব্যবস্থা নেয়া হবে এবং কৃষিজমিকে কমপক্ষে ১২ কোটি হেক্টরে বজায় রাখার নিশ্চয়তা বিধান করা হবে ।
১২ জুলাই চীনের রাষ্ট্রীয় পরিষদের এক তথ্য সম্মেলনে ভূমি সম্পদ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী স্যু শাওসি বলেছেন , গত বছরের জুলাই মাসে চীনের রাষ্ট্রীয় পরিষদের অনুমোদনে রাষ্ট্রীয় ভূমি তদারকী ব্যবস্থা এবং কেন্দ্র শাসিত ৯ টি স্থানীয় ভূমি তদারকী ব্যুরো প্রতিষ্ঠিত হয়েছে । গত বছর থেকে স্থানীয় ভূমি তদারকী ব্যুরো বিভিন্ন স্থানের জমির ব্যবহার ও তদারকীর কাজ শুরু করেছে এবং বেআইনীভাবে জমি ব্যবহারের মামলা সম্পর্কে বিশেষ উদ্যোগ নিয়েছে । চলতি বছরের জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত চীনের বিভিন্ন জায়গায় ১০ হাজার হেক্টর জমি সংক্রান্ত২০ হাজার বেআইনীভাবে জমি ব্যবহার বিষয়ক মামলার বিচার করা হয়েছে । মামলার সঙ্গে জড়িত একশরও বেশি লোককে শাস্তি দেয়া হয়েছে ।
মন্ত্রী স্যু জানান , যদিও বর্তমানে অবৈধভাবে জমি ব্যবহারের মামলা কমে যাচ্ছে তবে বেআইনীভাবে জমি ব্যবহারকে কার্যকরভাবে রোধ করা যায়নি । তিনি বলেছেন ,আমরা লক্ষ্য করেছি , কিছু শহর ও জেলা সরকারের মৌনসম্মতিতে ও উস্কানিতেএমনকি নেপথ্য পরিচালনায় অবৈধভাবে জমি ব্যবহারের ঘটনা ঘটছে । নিয়ম লংঘন করে কৃষিজমি দখল করে কৃষকদের অধিকার ও স্বার্থকে লংঘন করার ঘটনাও বিদ্যমান রয়েছে । তাই জমির পরিস্থিতি এখনো কঠিন । কৃষি জমির পরিমানকে ১২ কোটি হেক্টরে বজায় রাখার দায়িত্বঅত্যন্ত দুরূহ ।
তিনি বলেছেন , বাড়িঘর নির্মানে যে জমি ব্যবহার করা হবে রাষ্ট্রীয় ভূমি সম্পদ মন্ত্রণালয় অব্যাহতভাবে কড়াকড়িভাবে তা পর্যালোচনা করবে এবং ভূমির ক্ষেত্রেআইন কার্যকরকরার কাজ জোরদার করবে ।
এক দিকে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পর্যাপ্ত কৃষি জমি দরকার । অন্য দিকে শহর নির্মাণ এবং শিল্প প্রকল্পে আরও বেশি জমির প্রয়োজন । চীন কৃষি জমি সুরক্ষা এবং অর্থনীতির উন্নয়ননিশ্চিত করার সম্মুখীন হচ্ছে । সুতরাং মন্ত্রী স্যু শাওসি মনে করেন ,বর্তমানে শিল্পায়ন ও শহরায়ন ক্রমাগত দ্রুত হওয়ার পটভূমিতে চীনকে মিত্যব্যয়িতা ও কার্যকরভাবে জমি ব্যবহার করতে হবে । তিনি বলেছেন ,বর্তমানে বাড়িঘর নির্মাণে যে জমি ব্যবহার করা হবে তার মধ্যে প্রায় ২ লাখ ৬০ হাজার হেক্টর আনাবাদী রয়েছে । নানা কৃত্রিম কারণে ১ কোটি ৩০ লাখ হেক্টর জমি অনাবাদী অবস্থায় রয়েছে এবং ২৬ কোটি হেক্টর জমি ব্যবহার করা হয়নি । তাই অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করার বিরাট প্রচ্ছন্ন শক্তি রয়েছে ।
মন্ত্রী স্যু জানান , ভূমি তদারকীর কাজ জোরদার করার সঙ্গেসঙ্গে রাষ্ট্রীয় ভূমি সম্পদ মন্ত্রণালয় নিজের ভেতরের দুর্নীতি দমন কাজও জোরদার করবে । ---চুং শাওলি
|