১২ জুলাই পেইচিংয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী দাতুক সেরি সায়ীদ হামিদ আলবার চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন ।
সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেছেন , সায়ীদ পররাষ্ট্র মন্ত্রী হওয়ার পর দু'দেশের মৈত্রী ও সহযোগিতাকে ত্বরান্বিত করার লক্ষ্যে অনেক প্রচেষ্টা চালিয়েছেন । চীন সায়ীদের সফরকে স্বাগত জানায় । সায়ীদ প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানিয়েছেন । সায়ীদ বলেছেন , তাঁর এ বারের চীন সফর সফল হয়েছে ।
চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চে ছি'র আমন্ত্রণে তিনি ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত চীন সফর করেন । এ দিন তিনি চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চে ছি'র সঙ্গেও বৈঠক করেছেন ।
|