জাতিসংঘ মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় ১১ জুলাই সুদানের দারফুর সংঘর্ষের সংশ্লিষ্ট পক্ষগুলোকে কার্যকর ব্যবস্থা নিয়ে হিংসাত্মক তত্পরতা বন্ধ করার আহ্বান জানিয়েছে । যাতে সেখানে মানবিক সাহায্যের কার্যক্রম চালানো যায় ।
এ কার্যালয়ের প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী , দারফুর অঞ্চলে নিরিহ মানুষের ওপর চালানো হিংসাত্মক তত্পরতা অব্যাহত রয়েছে । চলতি বছরে আরো ১.৬ লাখ মানুষ গৃহহীন হয়েছে । বর্তমানে দারফুর অঞ্চলে ত্রাণের ওপর নির্ভর করা লোকের সংখ্যা ৪২ লাখে দাঁড়িযেছে । এ সংখ্যা দারফুরের মোট লোকসংখ্যার তিন ভাগের দুই ভাগ । বিভিন্ন দলের সশস্ত্র হামলা গুরুতরভাবে ত্রাণ কাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে ।
|